• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

ঢাকাকে ১০ উইকেটে হারালো তামিমের চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:২০
এনসিএল টি-টোয়েন্টি
ছবি- সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম। যেখানে ব্যাটে-বলে পারফরম্যান্স করে রাজধানীর দলটিকে ১০ উইকেটে হারিয়েছে তামিম-মুমিনুলরা।

শনিবার (১৪ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে মাত্র ৬৪ রানে অলআউট হয় ঢাকা। জবাব দিতে নেমে ৫৪ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় চট্টগ্রাম।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন চট্টগ্রামের দুই ওপেনার তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়। জয়ের ৪৪ রান এবং তামিমের ২১ রানের ইনিংসে ভর করে ৫৪ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বন্দরনগরীর দলটি।

এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বিধ্বংসী বোলিংয়ে ১৬ ওভার ৪ বল খেলে মাত্র ৬৪ রান তুলতেই ১০ উইকেট হারিয়ে বসে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন তাইবুর রহমান।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ফাহাদ হোসেন। এ ছাড়াও ইরফান হোসেন, আহমেদ শারিফ এবং মাহমুদুল হাসান জয় দুটি করে উইকেট শিকার করেন।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার নারী বিপিএলে চোখ শাকিব খানের
তীরে এসে তরী ডুবল সিলেটের, দ্বিতীয় জয় ঢাকা ক্যাপিটালসের
লিটন-পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি ঢাকা ক্যাপিটালসের
মালানের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে যা বললেন তামিম