ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের লড়াকু লক্ষ্য দিলো বাংলাদেশ
![](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/08/image-303621-1733679272.jpg)
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৯৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
সেন্ট কিটসে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য জাতীয় দলের জার্সিতেও ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৯ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।
সৌম্যের বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। রোমারিও শেফার্ডের শিকার হওয়ার আগে ৭ বলে ২ রান করেছেন লিটন। মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে উইকেট মেরামত করতে থাকা তানজিদ হাসান ৬০ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। অধিনায়ককে বেশিদূর সঙ্গ দিতে পারেননি আফিফ। দলীয় ১৯৮ রানে সাজঘরে ফেরেন তিনি।
তবে দায়িত্বশীল ব্যাটিং উপহার দিয়ে ১০১ বলে ৭৪ রান নিয়ে ক্রিজ ছাড়েন মেহেদি মিরাজ। মাহমুদুল্লাহ রিয়াদ-জাকের আলী জুটি সমান তালে রান বাড়ানোর চেষ্টায় ছিলেন। ৪৩ বলে ফিফটি তুলে নেন মাহমুদুল্লাহ। ৪০ বলে ৪৮ রানে সাজঘরে ফেরেন জাকের। পরে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৯৪ রানের পুঁজি পায় বাংলাদেশ।
ক্যারবিয়দের হয়ে শেফার্ড নেন তিন উইকেট। আর দুটি উইকেট তুলে নেন জোসেফ। সিয়েলস পান একটি।
আরটিভি/এমএম-টি
মন্তব্য করুন
শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী
![শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/23/image-305669-1734929319.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত!
![চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত!](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/23/image-305738-1734959585.jpg)
বিপিএলের উন্মাদনা শুরু, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
![বিপিএলের উন্মাদনা শুরু, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/24/image-305790-1735010987.jpg)
সোমবার পর্দা উঠছে বিপিএলের, এক নজরে দেখে নিন ৭ দলের স্কোয়াড
![সোমবার পর্দা উঠছে বিপিএলের, এক নজরে দেখে নিন ৭ দলের স্কোয়াড](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/28/image-306342-1735391387.jpg)
বিপিএলে দুটি ম্যাচ শুরুর সময় বদল
![বিপিএলে দুটি ম্যাচ শুরুর সময় বদল](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/30/image-306504-1735501184.jpg)
বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি
![বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি](https://www.rtvonline.com/assets/news_photos/2025/01/01/image-306766-1735704929.jpg)
ওরা তো মিথ্যাবাদী, জয়সাওয়ালদের এক হাত নিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার
![ওরা তো মিথ্যাবাদী, জয়সাওয়ালদের এক হাত নিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার](https://www.rtvonline.com/assets/news_photos/2025/01/01/image-306808-1735723393.jpg)