• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টানা চার জয়ে আর্সেনালের ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৩:২৫
ইংলিশ প্রিমিয়ার লিগ
ছবি-এএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো টানা চার ম্যাচে ইউনাইটেডকে হারিয়েছে গানার্সরা। এই হারে লিগে টানা তিন ম্যাচ অপরাজিত থাকা রেডডেভিলরা আবারও হারের তিতো স্বাদ পেল।

পর্তুগিজ কোচ রুবেন আমোরিমের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাশার পারদটা ছিল আকাশচুম্বী। এ ছাড়া রুবেন আমোরিমও অপরাজিত ছিলেন টানা ৩৪ লিগ ম্যাচ। নিজের প্রথম বড় ম্যাচে আর্সেনালের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের ২-০ গোলের এই হারের সুবাদে ১ বছর পর লিগ ম্যাচে হার দেখলেন আমোরিম।

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে এমিরেটস স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচের আগ্রহ নিয়ে মাঠে আসা দর্শকরা একরকম জৌলুসহীন খেলাই উপভোগ করল। প্রথমার্ধে গোলের জন্য তিনটি শটের একটিতেও লক্ষ্য ঠিক ছিল না আর্সেনালের। ম্যাচের অষ্টম মিনিটে কর্নার কিক টমাস পার্টের হেড গোল পোস্টেই রাখতে পারেনি।

খেলার পুরোটা সময়ই ম্যানচেস্টার ইউনাইটেড তাদের রক্ষণ আগলে রাখতেই ব্যস্ত থাকতে দেখা যায়। পুরো ম্যাচে ইউনাইটেডের কেবল পাঁচটি শট ছিল। তার মধ্যে দুটি ছিল লক্ষ্যে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৫৪ মিনিটে প্রথম গোল আসে। ডেক্লান রাইসের কর্নার থেকে পাওয়া বলে হেড করে জালে পাঠান জাস্টিন টিম্বার। এই গোলেই ১-০ তে লিড নেয় গানার্সরা। পিছিয়ে পরে কিছুটা আক্রমণের চেষ্টা চালায় ম্যান ইউনাইটেড।

ম্যাচের ৬৭ মিনিটে গোল পোস্টের দিকে প্রথম বল পাঠায় ইউনাইটেড। আর্সেনালের জালের দিকে এগিয়ে যাওয়া ম্যাথিয়াস ডি লিটের হেড ঠেকিয়ে দেন গানার্সদের গোলরক্ষক ডেভিড রায়া। ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিক আর্সেনাল।

এই জয়ে ১৪ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ৩-৩ এ ড্র করা লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

আরেক ম্যাচে সাউথ্যাম্পটনকে ৫-১ গোলে হারানো চেলসিরও ২৮ পয়েন্ট। তবে গোল পার্থক্যে টেবিলের দুইয়ে আছে তারা। এ ছাড়া নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ২৬ পয়েন্ট নিয়ে চারে আছে। আসরে পঞ্চম হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ১৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে।

আরটিভি/এমএম/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নাইজেরিয়ার ইতিহাস
২০ জানুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে
স্বাধীনতাযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের শাস্তি দিতে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে আর্সেনাল