• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ক্লাব বিশ্বকাপের একই পটে রিয়াল-ম্যানসিটি, মেসির মায়ামি কোথায়?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:১৮
ক্লাব বিশ্বকাপ
ছবি-এএফপি

আগামী বছর ১৫ জুন ক্লাব ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের পর্দা উঠবে যুক্তরাষ্ট্রে। আর ১৩ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। যার জন্য ১২টি ভেন্যু চূড়ান্ত করেছে ফিফা।

গত শনিবার (৩০ নভেম্বর) রাতে বোটাফোগো ও অ্যাথলেটিকো মিনেইরোর ম্যাচ দিয়ে চূড়ান্ত হয়ে টুর্নামেন্টের ৩২টি দল। এবার এই আসর সামনে রেখে ড্রয়ের দিনক্ষণ জানাল ফিফা। সঙ্গে দলগুলোর জন্য পট নির্ধারণ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আগামীকাল বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। যার জন্য চারটি পট নির্ধারণ করে দিয়েছে ফিফা। চার দলের সমন্বয়ে ৮ গ্রুপে লড়বে ক্লাবগুলো।

একই পটে আছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের মতো দল। ভিন্ন ভিন্ন পটে আছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি ও নেইমারের আল হিলাল। চেলসি-ইন্টার মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাব আছে একই পটে।

এক নজরে দেখে নেওয়া যাক দলগুলোর পট

পট-১: ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ফ্লেমেঙ্গো, পালমেইরাস, রিভার প্লেট ও ফ্লুমিনেন্স।

পট-২: চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, এফসি পোর্তো, বেনফিকা, জুভেন্টাস ও সলজবুর্গ।

পট-৩: আল হিলাল, উলসান এইচডি, আল আহলি, ওয়াইডাদ ক্যাসাব্লাঙ্কা, মন্টেরে, লিওন, বোকা জুনিয়র্স ও বোটাফোগো।

পট-৪: উরাওয়া রেড ডায়মন্ডস, আল আইন, হোপ অব তুনিস, মামেলোদি সানডাউনস, পাচুকা, সিয়াটেল সাউন্ডার্স, অকল্যান্ড সিটি ও ইন্টার মিয়ামি।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার নেইমারের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন এমবাপ্পে
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা
মেসির শিক্ষার অভাব আছে বললেন মেক্সিকান ফুটবলার
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেস