• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নিজেকে নির্ভুল প্রমাণ করতে পরীক্ষা দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭
সাকিব আল হাসান
ছবি-এএফপি

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। মূলত, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতেই কাউন্টি খেলতে গিয়েছিলেন তিনি। যেখানে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এর কিছুদিন পরই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিল আম্পায়াররা। সাকিবকে জানিয়েছিল পরীক্ষা দেওয়ার কথা। নিজেকে নির্ভুল প্রমাণ করার জন্য এবার সেই পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

সোমবার (২ ডিসেম্বর) বার্মিংহ্যামে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন এই অলরাউন্ডার। সেখানে বিশেষজ্ঞদের সামনে সাকিব মোট চার ওভার বোলিং করেন। জানা গেছে, প্রথম ৩ ওভার একটু জোরের ওপর বোলিং করেন তিনি। তবে শেষ ওভারে গতি কমিয়ে ফেলেন।

আগামী ৭ দিনের মধ্যেই পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার কথা। তবে সাকিব আশাবাদী তার বোলিংয়ে কোনো ধরনের ত্রুটি পাওয়া যাবে না।

গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। সেই ম্যাচে বল হাতে বাজিমাত করেন বাংলাদেশি এই অলরাউন্ডার। দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট শিকার করেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

প্রসঙ্গত, ২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১২ উইকেট শিকার করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে কখন তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। এই বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেলে ইংল্যান্ডে যে কোনো লেভেলের ক্রিকেট খেলতে আর কোনো বাধা থাকবে না সাকিবের।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলাকারীর ডিএনএ পরীক্ষার পর সাইফের ঘটনায় নতুন মোড়
বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষা আজ, হবে তিন শিফটে
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ল ৬ দিন
সাকিবের পর লিজেন্ড লিগে দল পেলেন তামিম