অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে বড় দুঃসংবাদ
ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারতে হয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় অজিরা। কিন্তু মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে স্বাগতিকরা। অ্যাডিলেড টেস্টে থেকে ছিটকে গেছেন পেসার জশ হ্যাজলউড।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, লো গ্রেড লেফট সাইডে চোট পেয়েছেন এই ডানহাতি পেসার। তার জায়গায় দুই পেসার শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেটকে দলভুক্ত করা হয়েছে।
আসন্ন টেস্ট থেকে ছিটকে গেলেও অ্যাডিলেডে দলের সঙ্গেই থাকবেন তিনি। সিরিজের বাকি ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন। পার্থে অস্ট্রেলিয়া ২৯৫ রানে হারলেও ৫ উইকেট নিয়েছিলেন হ্যাজলউড।
অ্যাবট ও ডগেট দুজনেরই এখনও টেস্ট অভিষেক হয়নি। তারা দলে যুক্ত হলেও দিবা রাত্রির এই টেস্টে খেলার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে স্কট বোল্যান্ডের। যিনি স্কোয়াডেরই সদস্য।
এদিকে, হ্যাজলউডের মতো মিচেল মার্শের শারীরিক সুস্থতা নিয়েও শঙ্কা আছে। তার বিকল্প হিসেবে এরই মধ্যে বাউ ওয়েবস্টারকে ডাকা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেড টেস্টে মাঠে নামবে ভারত অস্ট্রেলিয়া।
আরটিভি/ এসআর
মন্তব্য করুন