দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাবেক প্রোটিয়া পেসার
শুধু দক্ষিণ আফ্রিকা নয়, এক সময়ে বিশ্ব ক্রিকেটের সেরা বোলার ছিলেন লনওয়াবো সতসবে। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছিলেন তিনি। তবে এই কিংবদন্তি ক্রিকেটারদের দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট ক্রিকেটার থামি সোলেকিল ও এলি এমবালাতিকেও গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে সতসবে, থামি সোলেকিল ও এলি এমবালাতির বিরুদ্ধে। এই তিনজনের বিরুদ্ধে খেলাধুলায় ফিক্সিংয়ের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের।
২০১৬ ও ২০১৭ সালে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিং–চেষ্টার দায়ে সিএসএ ৭ জন ক্রিকেটারকে শাস্তি দিয়েছিল। এর মধ্যে এই তিন ক্রিকেটার অন্যতম।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, দক্ষিণ আফ্রিকার ২০০৪ সালের দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনের অধীন গ্রেপ্তার তিন ক্রিকেটারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়। যে ধারায় অভিযুক্ত করা হয়েছে, সেটি খেলাধুলায় দুর্নীতিবিষয়ক কর্মকাণ্ড সম্পর্কিত।
২০০০ সালে সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হানসি ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিংয়ের ঘটনার পরিপ্রেক্ষিতেই আইনটি করা হয়েছিল। আইনটি প্রচলনের পর খেলোয়াড়দের মধ্যে সতসবে, সোলেকিল ও এমবালাতিই প্রথম অভিযুক্ত হলেন।
দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের (ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন) তদন্তের পরিপ্রেক্ষিতেই তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সতসবেদের বিরুদ্ধে ওঠা সবগুলো অভিযোগ ২০১৫–১৬ রাম স্ল্যাম চ্যালেঞ্জ টুর্নামেন্টকে ঘিরে।
শুক্রবার (২৯ নভেম্বর) ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেন, দুর্নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুণ্ন করে এবং ডিপিসিআই সমাজের সব ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে অভিষেক হয় লনওয়াবো সতসবের। এরপর থেকে তিনি ৬১ ওয়ানডেতে ৯৪ উইকেট সংগ্রহ করেন। ২০০৯ সালের ১১ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। এরপর থেকে তিনি ২৩ টি–টোয়েন্টিতে ১৮ উইকেট লাভ করেন।
সাদা পোষাকে তার অভিষেক হয় ২০১০ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর থেকে তিনি মাত্র ৫ টেস্ট খেলার সুযোগ পান। ৫ ম্যাচে তিনি ৯ উইকেট লাভ করেন। সতসবে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৩ সালের ১১ ডিসেম্বর ভারতের বিপক্ষে।
আরটিভি/এসআর
মন্তব্য করুন