• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

আমাদের পরিকল্পনা ছিল ৩০০ রান করার: সুলতানা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১৭:৪৯
সুলতানা
ছবি- সংগৃহীত

মিরপুরকে বোলারদের জন্য স্বর্গ বলা হয়ে থাকে। অথচ সেই মিরপুরেই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ২৫২ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ নারী দল। এই দিন হোম অব ক্রিকেটে ৩০০ রান করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল স্বাগতিকরা। ম্যাচ শেষে এই কথা জানান সুলতানা খাতুন।

বাংলাদেশের ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহে বিশেষ ভূমিকা পালন করেছিল শারমিন আক্তার। ম্যাচসেরাও হয়েছেন তিনি। কিন্তু ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়ে মাঠে ছাড়েন এই ক্রিকেটার। তাই সংবাদ সম্মেলনে এসেছিলেন তিন উইকেট শিকার করা সুলতানা খাতুন।

এ সময়ে তাকে জিজ্ঞাসা করা হয় আজকে মিরপুরের উইকেট কত রানের জন্য আদর্শ ছিল। জবাবে এই স্পিনার বলেন, এই উইকেটটা ২৭০ রান হওয়া মতো উইকেট। কিন্তু আমাদের পরিকল্পনা ছিল, এখানে ৩০০ রান করার। সেটা করতে পারেনি।

বাংলাদেশ বড় পুঁজি পেলেও জবাব দিতে নেমে মাত্র ৯৮ রানেই গুঁটিয়ে গেছে আইরিশরা। তাই উইকেটের আচরণ কেমন ছিল জানতে চাওয়া হয় সুলতানার কাছে।

এই স্পিনারের ভাষ্য, আজকের উইকেট ডাউন ছিল না। আপনি যদি দেখেন বেশির ভাগ বল আমাদের কোমোরের উপর দিয়ে গেছে। যদি পিচ ডাউন থাকত তাহলে হাটুর নিচ দিয়ে যেত। কয়েকটা বল এমন হয়েছে। এটা হতেই পারে।

ব্যাটার সাফল্য পাওয়ায় এই ম্যাচে বোলিং করা সহজ হয়েছে বলে জানিয়েছেন সুলতানা। তিনি বলেন, ব্যাটারটা খুবই ভালো ব্যাটিং করেছে, বড় একটা পুঁজি পেয়েছি। তখনই আমি, নাহিদা, ফাহিমা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম উইকেটের বাইরে বল করব না। হয়তো এক দুইটা হয়ে গেছে। যে বেশি উইকেটে বল রাখতে পেরেছে, সে বেশি সাফল্য পেয়েছে।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং
বাংলাদেশে বন্দর নির্মাণ করতে চায় ডিপি ওয়ার্ল্ড ও মেয়ার্স্ক
বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনে চীনের প্রতি আহ্বান 
বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার