দ্রুত তিন উইকেট শিকার করে আইরিশদের চাপে রেখেছে টাইগ্রেসরা
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫০ রানের আগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে আয়ারল্যান্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে আয়ারল্যান্ড। সারাহ ফোরবেস ২৫ রানে এবং লরা ডিলানি ৫ রানে ব্যাট করছেন। বাংলাদেশের থেকে এখনও ১৯৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ড মেয়েদের। ৪ বলে ৫ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস। পরের বলে অ্যাসিম হান্টারকে আউট করে জোড়া উইকেট তুলে নেন মারুফা খাতুন।
চতুর্থ উইকেটে ওরলা প্রেন্ডারগাস্টকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ওপেনার সারাহ ফোরবেস। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ওরলা। ১৯ রান করে এই ব্যাটার আউট হলে ৪৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করে যাচ্ছেন ফোরবেস।
আরটিভি/এসআর-টি
মন্তব্য করুন