• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফারজানার ফিফটি, ছুটছে টাইগ্রেসরা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১২:১৪
ফারজানা
সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করতে নেমে মুর্শিদা ফিফটির আক্ষেপ নিয়ে ফিরলেও হতাশ হননি ফারজানা। ৯৮ বলে ফিফটি তুলে নেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান। শারমিন আক্তার ৪০ রানে এবং ফারজানা হক রানে ৫০ ব্যাট করছেন।

বুধবার (২৭ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগ্রেস ওপেনার ফারজানা হক এবং মুর্শিদা খাতুন। দুজনের ব্যাট থেকে আসে ৫৯ রান।

তবে ফিফটি তুলতে পারেনি মুর্শিদা খাতুন। ১৯তম ওভারের চতুর্থ বলে ক্যাচ-আউট হন তিনি। ৬১ বলে ৩৮ রান করেন মুর্শিদা। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে রান তুলছেন ফারজানা। তাকে সঙ্গ দিচ্ছেন শারমিন আক্তার।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৯৮ বলে ফিফটি তুলে নেন ফারজানা। অপর প্রান্ত থেকে রাত তুলছেন শারমিনও। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটছে বাংলাদেশ।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৭ ডিসেম্বর)
বাংলাদেশি পর্যটক না আসায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায়
একাধিক পদে নিয়োগ দেবে মেক্সিম বাংলাদেশ 
‘আওয়ামী নতজানু পররাষ্ট্রনীতির ফলে ফেলানী হত্যার বিচার পায়নি বাংলাদেশ’