• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

মায়ামির নতুন কোচ মেসির সাবেক সতীর্থ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১০:০৬
মেসি
সংগৃহীত

কিছুদিন আগে হঠাৎ করেই ইন্টার মায়ামির দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন জেরার্ডো টাটা মার্তিনো। এরপর থেকে গুঞ্জন চলছিল মায়ামির নতুন কোচ হতে যাচ্ছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার হাভিয়ের মাচেরানো। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল।

ইন্টার মায়ামির নতুন কোচ হয়েছে মেসির সাবেক সতীর্থ ও বন্ধু মাচেরানো।

মঙ্গলবার (২৬ নভেম্বর) মাচেরানোকে কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

বিবৃতিতে জানানো হয়েছে, মাসচেরানোকে তিন বছরের চুক্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৭ সাল পর্যন্ত মেজর সকার লিগের দলটির ডাগআউটে দেখা যাবে তাকে।

শুধু আর্জেন্টিনা জাতীয় দলে নয়, বার্সেলোনাতেও মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন মাচেরানো। মেসির সতীর্থ হিসেবে ১৯টি শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার।

এর আগে, আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ এবং ২৩ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাচেরানো। ৫০ ম্যাচে কোচিং করিয়ে ২৮ জয়, ১০ ড্র আর ১২ হারের স্বাদ পেয়েছেন তিনি।

নতুন এই দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত মাচেরানো। তিনি বলেন, ইন্টার মায়ামির মতো ক্লাবকে নেতৃত্ব দিতে পারাটা আমার জন্য সম্মানের এবং এই সুযোগ আমি সফলভাবে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্লাব বিশ্বকাপে নেইমারের মুখোমুখি ভিনিসিয়ুস, মেসির প্রতিপক্ষ কারা?
ক্লাব বিশ্বকাপের একই পটে রিয়াল-ম্যানসিটি, মেসির মায়ামি কোথায়?
বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো
নাহিদের সফলতার ভাগীদার হাসান-তাসকিন: বোলিং কোচ