• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জয়ে ফিরলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

  ০৩ জানুয়ারি ২০১৮, ১০:৩৬

ম্যাচ শুরু হবার ৩৮ সেকেন্ডের মাথায় গোল! শুনতে ওবাক লাগলেও তা সত্যি করেছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড রহিম স্টার্লিং। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ওয়াটফোর্ডের বিপক্ষে বছরের প্রথম ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে সিটিজেনরা।
বছরের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় গার্দিওলার শিষ্যদের। টানা ১৮ ম্যাচের জয়রথ থামাতে হয়। সে ম্যাচেই ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়েল জেসুস ইনজুরিতে পড়েন। এতে বেশ ভাল সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। তবে মঙ্গলবার রাতের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নববর্ষকে স্বাগত জানিয়েছে আকাশী নীল শিবির।
স্টার্লিংয়ের গোলটি চলতি মৌসুমের দ্রুততম গোল। এতেই দলের আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। ম্যাচের ১৩তম মিনিটে ওয়াটফোর্ডে গোল দেয়। তবে প্রতিপক্ষের গোল পোস্টে না দিয়ে নিজেদের জালে বল জড়ায় তারা।
দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে ব্যবধান বাড়ান দলের সবচেয়ে বড় তারকা সার্জিও আগুয়েরো। ডি ব্রুইনের ক্রস গোলকিপার গোমেস ঠেকালে তা আসে আগুয়েরোর পায়ে। ফিরতি বল থেকে গোল করেন প্রথমার্ধে কয়েকটি সুযোগ হারানো আর্জেন্টাইন ফরোওয়ার্ড।
ম্যাচের ৮২ মিনিটে গোল করেন ওয়াটফোর্ডের ইংলিশ ফরোয়ার্ড আন্দ্রে গ্রে। শেষপর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।
ইপিএলের পয়েন্ট টেবিলে ২২ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে ম্যান সিটি। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান ইউ। আর তৃতীয় স্থানে থাকার চেলসির পয়েন্ট ৪৫।
ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh