• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

মিরপুরে গণমাধ্যমকর্মীদের দেখে চমকে গেলেন আইরিশ অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ১৭:৩৪
গ্যাবি লুইস
ছবি- সংগৃহীত

প্রথম ওয়ানডেতে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড নারী দল। এর আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস। মিরপুরে সংবাদ সম্মেলনে কক্ষে ঢুকতেই বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের দেখে চমকে ওঠেন তিনি।

মূলত, নারী ক্রিকেটাদের সিরিজে মিডিয়ার উপস্থিতি সেভাবে দেখা যায় না। কিন্তু এবার আয়ারল্যান্ড সিরিজে অনুশীলন থেকে শুরু হবে ট্রফি উন্মোচন। সব জায়গায় মিডিয়ার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাই অবাক হয়েছেন আইরিশ অধিনায়কও।

এ নিয়ে সংবাদ সম্মেলনে লুইস বলেন, এটা দুর্দান্ত। আমার অভিজ্ঞতায় আমি এত ক্যামেরা দেখিনি। হয়তো লরা (ডেলেনি) দেখেছে। তবে হ্যাঁ, এটা দারুণ। ট্রফি উন্মোচনেও নারী ক্রিকেটারদের ঘিরে এত মিডিয়া দেখতে পারা দুর্দান্ত একটা ব্যাপার। আমরা এখানে খুব ভালো আথিতেয়তা পাচ্ছি। ঢাকায় দারুণ সময় কাটছে।

এর আগে স্পনসর ছাড়া অনুষ্ঠিত হতো নারীদের সিরিজ। তবে এবার বেশ ঘটা করেই পৃষ্ঠপোষক পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনেও ছিল সংবাদ কর্মীদের ভিড়। আর এই অর্জনকে ক্রিকেটারদের পরিশ্রমের ফল বলে মন্তব্য করেছেন অধিনায়ক জ্যোতি।

তিনি বলেন, সবকিছু (মানুষের আগ্রহ, প্রত্যাশা, স্পনসর আসা) কিন্তু আমরাই তৈরি করেছি। আজকে যদি আপনারা এখানে এসে থাকেন, প্রশ্ন করছেন আগে ভালো ছিল বা এমন-অমন ছিল, এটা আমরাই তৈরি করেছি।

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল সকাল ১০ টায় মিরপুরে মুখোমুখি হবে আয়ারল্যান্ড-বাংলাদেশ।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুর স্টেডিয়াম থেকে শেষ হলো চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর
বিপিএলের জন্য নতুন রূপে সাজছে মিরপুর স্টেডিয়াম
সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
লিটন দাসকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা