• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

টাইগারদের দাপুটে বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ২৩:৫৩
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
ছবি-এএফপি

আন্টিগুয়া টেস্টে চতুর্থ দিনে শুরুতে ৩৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছিল অ্যালিক অ্যাথানাজে। তবে ১২৪ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩৩ রান। আলজারি জোসেফ ১৫ ও কিমার রোচ ১ রানে ব্যাট করছেন। এতে ৩১৪ রানের লিডে রয়েছে ক্যারিবিয়ানরা।

সোমবার (২৫ নভেম্বর) চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ৮ রান করেই সাজঘরে ফেরেন ওপেনার মিকাইল লুই। ১৩ বলে ৩ রান করে তাকে সঙ্গ দেন কেসি কার্টি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আরেক ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। ৩৫ বলে ২৫ রান করে এই ক্যারিবিয়ান অধিনায়ক আউট হলে দলীয় ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

পঞ্চম উইকেটে হজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অ্যালিক অ্যাথানাজে। ১১৪ বলে ৫০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। কিন্তু ৩১তম ওভারে হজকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন।

পরের ওভারে ৬৩ বলে ৪২ রান করা অ্যাথানাজেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। এরপর জাস্টিন গ্রিভসকে বোল্ড করে চতুর্থ উইকেট তুলে নেন তাসকিন। তবে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন দা সিলভা। ২২ রান করে তাইজুলের বলে এই ব্যাটার আউট হলে ১২৪ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে প্রথম ইনিংসে ৪৫০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। তবে চতুর্থ দিনে ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি পর্যটক না আসায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায়
একাধিক পদে নিয়োগ দেবে মেক্সিম বাংলাদেশ 
‘আওয়ামী নতজানু পররাষ্ট্রনীতির ফলে ফেলানী হত্যার বিচার পায়নি বাংলাদেশ’
ভারতকে আর সুযোগ দেবে না বাংলাদেশের মানুষ: সারজিস