• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

তাসকিনের পর মিরাজের আঘাত, খেলায় ফিরল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ২৩:২৪
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
ছবি-এএফপি

আন্টিগুয়া টেস্টে চতুর্থ দিনে শুরুতে ৩৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছিল অ্যালিক অ্যাথানাজে। তবে তাসকিন ও মিরাজের বলে এই দুই ব্যাটার আউট হলে খেলায় ফেরে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯৩ রান। জোশুয়া দা সিলভা এবং জাস্টিন গ্রিভস ও রানে ব্যাট করছেন। এতে ২৭৪ রানের লিডে রয়েছে ক্যারিবিয়ানরা।

সোমবার (২৫ নভেম্বর) চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ৮ রান করেই সাজঘরে ফেরেন ওপেনার মিকাইল লুই। ১৩ বলে ৩ রান করে তাকে সঙ্গ দেন কেসি কার্টি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আরেক ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। ৩৫ বলে ২৫ রান করে এই ক্যারিবিয়ান অধিনায়ক আউট হলে দলীয় ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

পঞ্চম উইকেটে হজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অ্যালিক অ্যাথানাজে। ১১৪ বলে ৫০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। কিন্তু ৩১তম ওভারে হজকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন।

পরের ওভারে ৬৩ বলে ৪২ রান করা অ্যাথানাজেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। এতে দলীয় ৯৩ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা।

এর আগে, প্রথম ইনিংসে ৪৫০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। তবে চতুর্থ দিনে ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধে বিজেপি নেতার সীমান্ত অবরোধের হুমকি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৬ ডিসেম্বর)
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন: ড. ইউনূস
আমরা বাংলাদেশি, আমাদের মধ্যে বিভেদ নেই: অবিনাশ মিত্র