বিগ ব্যাশে দল পেলেও, আইপিএলে অবিক্রিত রিশাদ
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে নজরে এসেছিলেন রিশাদ হোসেন। এরপরই অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার জন্য ডাক পেয়েছেন তিনি। টুর্নামেন্টেটির জন্য বিসিবির কাছ থেকে ছাড়পত্রও পেয়েছেন রিশাদ। কিন্তু এর মধ্যেই একটি দুঃসংবাদ পেলেন এই টাইগার স্পিনার।
আইপিএলের মেগা নিলামে তাকে দলে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি। তাই অবিক্রিত থেকে গেছেন তিনি। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।
রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। সোমবার (২৫ নভেম্বর) দ্বিতীয় দিনে নাম ওঠানো হয় রিশাদের। কিন্তু দল পাননি তিনি।
এদিকে বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ। আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই লেগ স্পিনার।
রিশাদের অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। গণমাধ্যমকে জানিয়েছেন, রিশাদকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ২৯ ডিসেম্বর সে বরিশাল দলে যোগ দিবে। আশা করি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে।
আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশ। ওদিকে ৩০ ডিসেম্বর থেকে বিপিএল শুরু হবে। ধারণা করা হচ্ছে বিগ ব্যাশে দুটি বা তিনটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন রিশাদ।
আরটিভি/এসআর
মন্তব্য করুন