• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

আইপিএল নিলামের তালিকায় মোস্তাফিজের পরে রিশাদ, সাকিব কত নম্বরে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৭:৪১
সাকিব-মোস্তাফিজ
ছবি- সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। টুর্নামেন্টটির ১৮তম আসরকে সামনে রেখে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় বসেছে মেগা নিলাম।

রোববার (২৪ নভেম্বর) নিলামের প্রথম দিনে উঠেছিলেন মোট ৮৪ জন ক্রিকেটার। তার মধ্যে দল পেয়েছে ৭২ জন। যার মধ্যে ২৪ জন বিদেশি ক্রিকেটার।

প্রথম দিনে বাংলাদেশি ক্রিকেটারদের নাম ডাকা না হলেও অনেকেই ভেবেছিল আজ দ্বিতীয় দিনের শুরুতেই নাম উঠতে পারে টাইগার ক্রিকেটারদের। কিন্তু প্রথম দিনে লাঞ্চের আগেই নাম ওঠেনি সাকিব-মোস্তাফিজদের।

আইপিএলের এবারের নিলামে বাংলাদেশের ক্রিকেটার ১২ জন। নিলামের প্রথম দিনে বাংলাদেশের কাউকে ডাকা হয়নি। নিয়ম অনুযায়ী, ত্বরিত বা দ্রুততর নিলামপ্রক্রিয়ায় আজ তাদের ডাকা হতে পারে। ক্রমিক নম্বর অনুসারে প্রথম ১১৭ জনের মধ্যে ৮৪ জনকে প্রথম দিনে নিলামে তোলা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সঞ্চালক মল্লিকা সাগর এক এক করে ডাকবেন পরের ৩৩ জনকে। এরপর তালিকার ১১৮ থেকে ৫৭৭ পর্যন্ত থাকা খেলোয়াড়দের ডাকার প্রক্রিয়া শুরু হবে। তবে এই ৪৪০ জনের সবাইকে নাও ডাকা হতে পারে।

এই তালিকায় মোস্তাফিজ আছেন ১৮১ নম্বরে, তার পরে ১৮৭ নম্বরে আছেন রিশাদ হোসেন। এরপর লিটন (২৪৭), তাওহিদ হৃদয় (২৯৮), তাসকিন আহমেদ (৪০৯) এবং সাকিব আল হাসান রয়েছে ৪৩৯ নম্বরে।

এ ছাড়াও মেহেদী হাসান মিরাজ (৪৪০), শরিফুল ইসলাম (৪৪৪), তানজিম সাকিব (৪৪৭), মেহেদী হাসান (৪৭৫), হাসান মাহমুদ (৪৮২) এবং ৪৮৫ নম্বরে রয়েছে নাহিদ রানা।

দুই ধাপেই বাংলাদেশি খেলোয়াড়দের নাম থাকতে পারে। এই ডাকাডাকি তখনই বন্ধ হয়ে যাবে, যখন ১৩২ জন কেনা হয়ে যাবে অথবা ন্যূনতম চাহিদা পূরণের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর টাকা শেষ হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের সবার নাম যে ডাকা হবে, তার নিশ্চয়তা নেই।

কারণ, ৫৭৭ জনের মধ্যে থাকা ১২ বাংলাদেশিদের ৮ জনের নামই ক্রমিক নম্বরে ৪০০ উপরে। এত দূর পর্যন্ত হাঁকডাকের আগেই দলগুলোর স্কোয়াড পূর্ণ অথবা টাকা শেষ হয়ে যেতে পারে।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের গায়ানাকে হারিয়ে জয়ের স্বাদ পেল রংপুর রাইডার্স
নিলাম চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ধস্তাধস্তি-মারামারি
পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ
নিজেকে নির্ভুল প্রমাণ করতে পরীক্ষা দিলেন সাকিব