• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফুটবল কিংবদন্তি ম্যারাডোনাকে হারানোর ৪ বছর আজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৬:৫৯
ম্যারাডোনা
ছবি-এএফপি

ফুটবলের মোহনীয় জাদু আর আনন্দ-ফুর্তিতে সবাইকে মাতিয়ে রাখতেন দিয়েগো ম্যারাডোনা। এখন তিনি ধরা-ছোঁয়ার বাইরে। কিংবদন্তি এই ফুটবলারকে হারানোর চার বছর আজ।

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন ফুটবলের অবিসংবাধিত এই নায়ক। গোটা বিশ্বকে চোখের পানিতে ভাসিয়ে সম্পন্ন হয় তার শেষযাত্রা।

শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বজুড়ে কোটি মানুষের কাছে আবেগের নাম ম্যারাডোনা। ১৯৬০ সালের এই দিনে আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের লানুস শহরে জন্মগ্রহণ করেন তিনি। বেঁচে থাকলে ‘ফুটবল ঈশ্বর’ খ্যাত এই কিংবদন্তির বয়স হতো ৬৪ বছর।

ছোটবেলা থেকে ফুটবলে গভীর আগ্রহ ছিল ম্যারাডোনার। সেই আগ্রহের সঙ্গে যোগ হয় বিস্ময়কর প্রতিভা। দুই মিলিয়ে খেলোয়াড় হিসেবে তিনি দ্রুত পৌঁছে যান ফুটবলজগতের একেবারে শীর্ষে। ফিফার চোখে ম্যারাডোনা শতাব্দীর সেরা ফুটবলার।

১৯৮৬ সালের বিশ্বকাপ ছিল তার জীবনের এক সোনালি অধ্যায়। সেবারের বিশ্বকাপে তিনি ফুটবল বিশ্বের সামনে নিজেকে অপ্রতিরোধ্য এক শক্তি হিসেবে প্রমাণ করেন।

২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যারাডোনা পৃথিবী থেকে বিদায় নেন। তিনি চলে গেলেও ফুটবলজগতে তার অবদান ভুলবে না বিশ্ববাসী।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখলেন নয়্যার
ব্রাদার্সকে হারিয়ে ফেডারেশন কাপে শুভসূচনা বসুন্ধরা কিংসের
জাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন
পিএসজিতে যোগ দিচ্ছেন সালাহ!