ফিফটির পর মুমিনুলের বিদায়, লিটনকে সঙ্গ দিচ্ছেন মিরাজ
অ্যান্টিগুয়া টেস্টে তৃতীয় দিনে মুমিনুল ও লিটনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। কিন্তু ফিফটি পূরণের পর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি মুমিনুল। তবে মিরাজকে সঙ্গে নিয়ে লড়াই করে যাচ্ছেন লিটন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪০ রান। মিরাজ ৭ রানে এবং লিটন দাস ৩৫ রানে ব্যাট করছেন। ওয়েস্ট ইন্ডিজের থেকে এখনও ৩১০ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
রোববার (২৪ নভেম্বর) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে লড়াইয়ের অভাস দিয়েছিল মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপু। কিন্তু ইনিংস বড় করতে পারেননি দিপু। মাত্র ৮ রান যোগ করতেই ক্যাচ আউট হন এই তরুণ ব্যাটার।
পঞ্চম উইকেটে লিটনকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন অভিজ্ঞ মুমিনুল। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশনে আর কোনো উইকেট না হারিয়ে ১০০ রানের কোটা পার করেছে সফরকারীরা। ১১৫ বলে ফিফটি তুলে নেন মুমিনুল। এরপর পিচে থাকতে পারেননি তিনি। ষষ্ঠ উইকেটে লিটনকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
এর আগে দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। দিন শেষে মুমিনুল ২৩ বলে ৭ ও দিপু ৩১ বলে ১০ রানে অপরাজিত ছিল।
আরটিভি/এসআর
মন্তব্য করুন