• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

লিটন ও মুমিনুলের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ২২:১৬
লিটন
ছবি-এএফপি

অ্যান্টিগুয়া টেস্টে নিজেদের প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে তৃতীয় দিনে মুমিনুল ও লিটনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান। মুমিনুল হক ৩৮ রানে এবং লিটন দাস ২১ রানে ব্যাট করছেন। ওয়েস্ট ইন্ডিজের থেকে এখনও ৩৪৫ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

রোববার (২৪ নভেম্বর) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে লড়াইয়ের আভাস দিয়েছিল মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপু। কিন্তু ইনিংস বড় করতে পারেননি দিপু। মাত্র ৮ রান যোগ করতেই ক্যাচ-আউট হন এই তরুণ ব্যাটার।

এরপর লিটনকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন অভিজ্ঞ মুমিনুল। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশনে আর কোনো উইকেট না হারিয়ে ১০০ রানের কোটা পার করেছে সফরকারীরা।

এর আগে দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। দিন শেষে মুমিনুল ২৩ বলে ৭ ও দিপু ৩১ বলে ১০ রানে অপরাজিত ছিল।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনার মতো বাংলাদেশের পররাষ্ট্রনীতি কারও কাছে বর্গা দেয়া হবে না: মুশফিক আনসারী
বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব!
‘জয় শ্রীরাম’ বলে আগরতলায় বাংলাদেশিদের ওপর হামলা
নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের বর্ষসেরা মিন্টু