• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

জয়সাওয়ালের পর কোহলির সেঞ্চুরি, চালকের আসনে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৩৮
ভারত-অস্ট্রেলিয়া
ছবি-এএফপি

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হলেছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে চমক দিয়েছে গৌতম গম্ভীরের শিষ্যরা। তৃতীয় দিনের শেষ দিকে ৪৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে ৫৩৪ রানের লিড পেয়েছে সফরকারীরা। যেখানে সেঞ্চুরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিরাট কোহলি এবং যশস্বী জয়সাওয়াল।

এদিকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে মাইটি অস্ট্রেলিয়া। ৪ ওভার ২ বল খেলে মাত্র ১২ রান তুলতে গিয়ে অজিদের হারাতে হয়েছে ৩ উইকেট। ভারতের থেকে এখনও ৫২২ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। আর ভারতের দরকার ৭ উইকেট এবং হাতে রয়েছে দুই দিন। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে চালকে আসনে রয়েছে ভারত।

রোববার (২৪ নভেম্বর) ১৭২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ও যশস্বী জয়সাওয়াল। এদিন ব্যক্তিগত ১৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন রাহুল। এরপর দেবদূত পাদিক্কালকে সঙ্গে নিয়ে নিজের সেঞ্চুরি তুলে নেন তরুণ জায়সাওয়াল।

৭১ বলে ২৫ রান করে পাদিক্কাল আউট হলে জায়সাওয়ালকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকে বিরাট কোহলি। দুর্দান্ত ব্যাটিংয়ে দেড়শ পার করে জায়সাওয়াল। ২৯৭ বলে ১৬১ রান করে আউট হন তিনি। এরপর সমান ১ রান করে সাজঘরে ফেলেন পান্থ ও জুড়েল।

কিন্তু ওয়াসিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে দলকে রান পাহাড়ের দিকে নিয়ে যান কোহলি। ২৯ রান করে সুন্দর আউট হলে তাকে সঙ্গ দেন নীতিশ কুমার রেড্ডি। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে কোহলি সেঞ্চুরি তুলে নিলে ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ২৭ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন নীতিশ কুমারও।

অস্ট্রেলিয়ার হয়ে দুই উইকেট শিকার করেন নাথান লায়ন। এ ছাড়াও মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউড এবং মিচেল মার্শ একটি উইকেট শিকার করেন।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টিতে ভেসে গেল ব্রিজবেন টেস্টের প্রথমদিন
ভারতের জন্য বরাদ্দ ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড
অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে: সাকি