• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

উড়ন্ত ফিনিক্স পাখি ফিলিপস!

স্পোর্টস ডেস্ক

  ৩১ ডিসেম্বর ২০১৭, ২১:৩২

ব্যাটসম্যান-বোলারদের দাপটে পুরো টি-টোয়েন্টির আলো থাকে তাদের ওপর। মাঝে মাঝে ঝলক দেখান ফিল্ডাররা। যেন তারা বুঝিয়ে দিতে চান এ লড়াইয়ে তারাও আছেন। আইপিএলে কলিন মুনরোর ক্যাচ বা বিগ ব্যাশে কেন উইলিয়ামসনের ক্যাচ ফিল্ডিংকে নিয়ে গিয়েছে আরেক উচ্চতায়।

ব্যাটসম্যান-বোলারদের এই ক্রিকেট ফরমেটকে আরো আকর্ষণীয় করে তুলেছে ফিল্ডাররা। তেমনই অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে হৈচৈ ফিলে দিলেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক গ্লেন ফিলিপস।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৮৭ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। গেইলের উইকেট নেন শেঠ র‌্যান্স।

তবে উইকেটটি র‌্যান্স নিলেও গেইলকে প্যাভিলিয়নে ফেরানোর মূল কারিগর কিউই উইকেটকিপার গ্লেন ফিলিপস।

র‌্যান্সের বল পুল করলে ব্যাটের কানায় লেগে সেই শট উইকেটরক্ষকের পিছনে যায়। উসাইন বোল্টের গতিতে দৌড়ে প্রায় বাউন্ডারির লাইনের সামনে থেকে কার্যত উড়ে গিয়ে সেই বলকে তালুবন্দি করেন গ্লেন।

ফেসবুকে এই ক্যাচের ভিডিও ছড়িয়ে পরা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ক্যাচও এটাকে বলতে শুরু করেছেন অনেকে। ম্যাচটি ৪৭ রানে জিতে নেয় নিউজিল্যান্ড।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে ফিরবেন কি না, জানালেন নারিন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
X
Fresh