• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিংহাসন ফিরে পেলেন শাহিন, উন্নতি শান্ত-মিরাজ-মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৭:৪৭
শান্ত-মিরাজ-মাহমুদউল্লাহ-শাহিন
ছবি-এএফপি

দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে পাকিস্তান। যেখানে বল হাতে বড় ভূমিকা রেখেছিলেন শাহিন আফ্রিদি। সেই পারফরম্যান্সে ভর করে এবার আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন এই বাঁহাতি পেসার। গত ওয়ানডে বিশ্বকাপের আগেও শীর্ষে ছিলেন তিনি। মাঝে জায়গা হারালেও ক্যারিয়ারের সর্বোচ্চ ৬৯৬ রেটিং পয়েন্ট নিয়ে সিংহাসন ফিরে পেয়েছেন শাহিন।

বুধবার (১৩ নভেম্বর) আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ থেকে এই তথ্য পাওয়া গেছে।

শাহিনের পর দ্বিতীয় স্থানে আছেন রশিদ খান। আফগান এই লেগ স্পিনারের সঙ্গে শাহিনের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ৯। এক সপ্তাহ আগেও শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। কিন্তু এখনকার অবস্থান তিনে। এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন ভারতে কুলদীপ যাদব।

অন্যদিকে বল হাতে ৯ ধাপ এগিয়েছেন মিরাজ। তার অবস্থান ২৪তম স্থানে। কিন্তু আরেক পেসার শরিফুল ইসলামের অবনতি হয়েছে ১০ ধাপ। তিনি আছেন ৩৪তম স্থানে। তবে বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ৪৯ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ৭২তম স্থানে।

আর ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে ছিলেন বাবর আজম। পাকিস্তান সিরিজে রান করে তা ধরে রেখেছেন তিনি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শান্তর। আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৭ ও ৭৬ রানের ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটার এগিয়েছেন ১১ ধাপ। তিনি আছেন ক্যারিয়ার-সেরা ২৪ নম্বরে। আর শেষ ওয়ানডেতে ৯৮ বলে ৯৮ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ রিয়াদ ১০ ধাপ এগিয়ে উঠেছেন ৪৪তম স্থানে।

ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন মোহাম্মদ নবি। এই তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন বাংলাদেশের মিরাজ। দুইয়ে আগের মতোই আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন আফগানিস্তানের রশিদ খান।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অজি ব্যাটার ট্রাভিস হেড। দ্বিতীয়স্থানে রয়েছে ফিল সল্ট এবং তৃতীয় স্থানের রয়েছে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। আর পাকিস্তানের বাবর আজম রয়েছে চতুর্থ স্থানে।

টি-টোয়েন্টি বোলারদের মধ্যে সবার প্রথমে রয়েছে ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। এরপরই রয়েছে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তৃতীয় স্থানে রয়েছে ক্যারিবিয়ান আখিল হোসেন।

সংক্ষিপ্ত এই ফরম্যাটে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন লাইম লিভিংস্টোন। দ্বিতীয় স্থানে রয়েছে দ্বিপেন্ড্রা সিং এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতের হার্দিক পান্ডিয়া।

আরটিভি/এসআর/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইসিসি যেন ভারতের অধীনে চলে না যায়, বিদায়ী চেয়ারম্যানের সতর্কবার্তা
বিএসএমএমইউর নতুন ভিসি ডা. শাহিনুল আলম
আমি যে পরামর্শ দিয়েছি, সবাই তা মেনে নিয়েছে: মিরাজ
বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব!