• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

সরকারকে আইডিয়াগুলো জানিয়েছিলাম, প্রতিফলিত হয়নি: বুলবুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১৯:৫১
বুলবুল
ছবি- সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। এ ছাড়াও পরিচালক হিসেবে এসেছেন নাজমুল আবেদীন ফাহিম। তারপরও ক্রিকেট বোর্ড এখনও অসম্পূর্ণ বলে মনে করছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ ও পরামর্শ চাইলে তিনি বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি বলে জানিয়েছেন এই সাবেক বাংলাদেশ অধিনায়ক।

বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ দেখতে শারজায় গিয়েছিলেন বুলবুল। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

ক্রিকেট বোর্ডের পরিবর্তন নিয়ে বুলবুল বলেন, বর্তমানে এখন যে বোর্ড আছে সেটা কোনো রকমে চলছে। এমনকি এখানে কোন পরিবর্তন হয়নি। দুজন নতুন পরিচালক এসেছে এনএসসির মাধ্যমে। তার মধ্যে একজন সভাপতি আরেকজন ফাহিম ভাই। আমি বলব এটা এখনও অসম্পূর্ণ ক্রিকেট বোর্ড, নতুন কিছু ঘটেনি বা দেখতে পাচ্ছি না।

সরকারকে দেওয়া পরামর্শগুলো বাস্তবায়ন না হওয়া নিয়ে তিনি বলেন, ৫ আগষ্টের পরে যে পরিবর্তনটা আসলো তখন কিন্তু আমার সাথে সরকার থেকে যোগাযোগ করেছিল এবং আমার কাছে কিছু দিকনির্দেশনা চেয়েছিল। একদম পরিস্কারভাবে আমি আমার আইডিয়াগুলো শেয়ার করেছিলাম। সেগুলো প্রতিফলিত হয়নি, হয়ত ভবিষ্যতে হবে। কোন বড় পোস্ট না, আমি সকলের সঙ্গে মিলে কাজ করতে চাই।

এই মুহূর্তে ক্রিকেটের উন্নয়ন নিয়ে কাজ করছেন বুলবুল। তাই বিসিবিকে পরামর্শও দিয়েছেন তিনি। তার ভাষ্য, দেখেন এখন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট চলছে। আমরা কয়জন জানি যে ফার্স্ট ক্লাস ক্রিকেট হচ্ছে। আমি খুব খুশি হতাম যদি আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা ডে-নাইট করতে পরতাম।

‘কয়দিন আগে বলেছিলাম ফার্স্ট ক্লাস ক্রিকেটটা যেন ডে নাইট হয়, যাতে আমরা দর্শক আকৃষ্ট করতে পারি। স্টেডিয়ামগুলো আমাদের নতুনভাবে ব্র্যান্ডিং করা উচিত। ফার্স্ট ক্লাস ক্রিকেটের পারিশ্রমিকটা তিনগুণ করে দেওয়া উচিত।’

এদিন জাতীয় দলের কোচ বদলের সংস্কৃতি নিয়েও কথা বলেছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, জাতীয় দলে যারা কোচ হয় তারা কিন্তু স্কিল শেখায় না, ট্যাকটিস শেখায় না। তারা কাজ করে মানসিক অবস্থা নিয়ে। এখানে ভাষা একটা বড় ব্যাপার, সংস্কৃতি একটা বড় ব্যাপার। আর যদি নতুন কোচ বারবার পরিবর্তন হতে থাকে এতে কোনো উপকার হয় না, অপকারই হয়।

আরটিভি/এসআর/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধে বিজেপি নেতার সীমান্ত অবরোধের হুমকি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৬ ডিসেম্বর)
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন: ড. ইউনূস
আমরা বাংলাদেশি, আমাদের মধ্যে বিভেদ নেই: অবিনাশ মিত্র