• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

মোস্তাফিজের চতুর্থ শিকার হাশমতুল্লাহ, খেলায় ফিরল বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৯:২২
বাংলাদেশ-আফগানিস্তান
ছবি- এএফপি

বাংলাদেশের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১০০ রানের আগে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল আফগানিস্তান। কিন্তু হাশমতুল্লাহ ও নবীর ব্যাটে দাঁড়িয়েছিল তারা। তবে মোস্তাফিজের চতুর্থ শিকার হয়ে হাশমতুল্লাহ সাজঘরে ফিরলে আবারও ছন্দ হারায় আফগানরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৭৯ রান। মোহম্মদ নবী ৬৫ বলে ৬৬ এবং রশিদ খান ৪ বলে ৪ রানে ব্যাট করছেন।

বুধবার (৬ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ৬ রান তুলে দুই আফগান ওপেনার। দ্বিতীয় ওভারে তাসকিনকে বোলিংয়ে আনেন অধিনায়ক শান্ত। দুর্দান্তভাবে ওভারে পঞ্চম ওভারে রহমানুল্লাহ গুরবাজকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। ৭ বলে ৫ রান করেন তিনি।

তিনে ব্যাট করতে নেমে রান তুলতে পারেননি রহমত শাহও। ১৩ বলে মাত্র ২ রান করেন তিনি। অষ্টম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজের শিকার হন এই ডান হাতি ব্যাটার। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ওপেনার সাদিকুল্লাহ।

পাওয়ার প্লের শেষ ওভারে আবারও মোস্তাফিজকে বোলিংয়ে আনেন শান্ত। এই ওভারে জোড়া উইকেট শিকার করে আফগানিস্তানকে বিপাকে ফেলেন কাটার মাস্টার। ওভারের দ্বিতীয় বলে সাদিকুল্লাহ (২১) এবং পঞ্চম বলে আজমতুল্লাহ ওমরজাইকে ফেরান তিনি। এতে পাওয়ার প্লে শেষে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানরা।

এরপর গুলবাদিন নাইবকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন হাশমতুল্লাহ শাহিদী। তবে ইনিংস বড় করতে পারেননি গুলবাদিন। ৩২ বলে ২২ রান করে এই আফগান অলরাউন্ডার আউট হলেও দলীয় ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান।

সপ্তম উইকেটে আফগান অধিনায়ককে সঙ্গ দেন মোহাম্মদ নবী। শুরুতে টি-টোয়েন্টি মেজারে রান তুললেও ৫২ বলে ফিফটি তুলে নেন এই অলরাউন্ডার। অপর প্রান্ত থেকে ৮৭ বলে অর্ধশতক পূরণ করেন হাশমতুল্লাহ শাহিদী। দুজনের ব্যাট থেকে আসে ১০৪ রান। ৪১তম ওভারে হাশমতুল্লাহকে ফিরিয়ে বাংলাদেশকে খেলার ফেরান মোস্তাফিজ। ৯২ বলে ৫২ রান করেন আফগান অধিনায়ক।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোটেল ব্যবসা বন্ধের শঙ্কা, ত্রিপুরায় বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা ক্ষীণ
রেলের জমি থেকে স্থাপনা সরাতে নির্দেশনা, সময় ৫ দিন
আওয়ামী প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে বাংলাদেশের জনগণকে শত্রু বানাচ্ছে ভারত: বিজন কান্তি