• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

চোট পেয়ে মাঠ ছাড়ার পর যা জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ১২:৪৫
নেইমার
ছবি-এএফপি

গত বছরের ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র। এরপর ৩৬৯ দিন পর গত ২২ অক্টোবর আল হিলালের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু দুই ম্যাচ না যেতেই আবারও ইনজুরিতে পড়েছেন তিনি।

সোমবার (৪ নভেম্বর) রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে এস্তেগলালের মুখোমুখি হয় আল হিলাল। আলেক্সান্দ্রো মিত্রোভিচের হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পায় সৌদি ক্লাবটি।

এদিন ম্যাচের ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার। কিন্তু আধা ঘণ্টার কম সময়ের ভেতরই বদলি হয়ে উঠে যেতে হয় তাকে। গোলের জন্য বলে পা বাড়াতে গিয়ে ডান পায়ে টান অনুভব করেন তিনি। এরপর সেখানে হাত দিয়ে বসে পড়েন মাটিতে।

কিন্তু এমন ইনজুরি যে হতে পারে তা আগেই জানতেন নেইমার। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্ট করে এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

পোস্টে নেইমার লিখেছেন, আশা করি, গুরুতর কিছু হবে না… এক বছর বাইরে থাকার পর এমনটা হওয়া স্বাভাবিক। ডাক্তাররা আগে থেকেই আমাকে সতর্ক করেছিলেন। তাই সাবধানী থেকে আরও বেশি সময় খেলতে হবে আমাকে।

নেইমারের সেরা রূপ ফিরিয়ে আনতে ধীরে ধীরেই এগোচ্ছে আল হিলাল ও ব্রাজিল। যে কারণে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। আপাতত কেবল এএফসি চ্যাম্পিয়নস লিগই খেলে যাবেন তিনি। রেজিস্ট্রেশন না হওয়ায় জানুয়ারির আগপর্যন্ত সৌদি প্রো লিগে খেলতে পারবেন না।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিংহাসনে থেকেই বছর শেষ করছে আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?
ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩
ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা
ব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো