• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘ক্রিকেটার না হলে সেলসম্যান হতাম’

স্পোর্টস ডেস্ক

  ৩০ ডিসেম্বর ২০১৭, ১০:১৬

বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির। ক্যারিয়ারের সেরা ও জীবনের সেরা ইনিংস খেলেছেন এ বছরেই। সব মিলিয়ে ফুরফুরে মেজাজেই পার হয়েছে ২০১৭। ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহকে ছোঁয়া। দীর্ঘ দিনের প্রেমিকা আনুশকাকে বিয়ে করা। নিজের নেতৃত্বে একের পর এক ম্যাচ জেতা। সবমিলে ২০১৭ সালটা বিরাট কোহলির জন্য ঝলমলে একটা বছর।

তবে কোহলি যদি ক্রিকেটার না হতেন, তাহলে কী হতেন? সম্প্রতি ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’ অনুষ্ঠানে ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুরের এমন প্রশ্নের উত্তরে বিরাট সাফ জানালেন, আমি পাক্কা একজন সেলসম্যান হতাম। ভাল সেলসম্যান। অ্যাকোয়াগার্ড বেচতাম।

বিরাট জানান, মিষ্টির গন্ধ শুঁকেই মনে হত বানিয়েছেটা কী। আর নিজের ভাল লাগলেই সবাইকে বলতাম খাও।"

শৃঙ্খলা, ফিটনেস, পেশাদারিত্ব-তিন মন্ত্রই সফলতার চাবিকাঠি মনে করছেন বিরাট। কথায় আছে যার শেষ ভাল তার সব ভাল।