• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ১৭:১০
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

জয় দিয়ে হংকং সুপার সিক্সেস টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে ফাইনালে ওঠা হলো টাইগারদের। সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে ৩ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রাব্বি-সাইফউদ্দিনরা।

রোববার (৩ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ১০৪ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১ বল এবং ৩ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

এ দিন ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিলেন ওপেনার জিশান আলম। ১১ বলে ৫ ছক্কায় ৩৬ রান করেছেন এই ওপেনার। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন ৪ বলে করেছেন ১৬ রান। দারুণ ফর্মে থাকা সাইফউদ্দিনও ব্যাটে ঝড় তুলতে শুরু করেছিলেন। কিন্তু ১২ বলে ২৩ রান করে থেমেছেন তিনি।

শেষদিকে আবু হায়দারের ৬ বলে ১৮ রানের ইনিংসে ভর করে ১০৩ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৫৮ রানের জুটি গড়ে ফেলেন দুই লঙ্কান ওপেনার সান্দুন ভিরাক্কডি। ১৬ বলে ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তিনি। আরেক ওপেনার ধনঞ্জয়া লাকশান ৬ বলে ২৪ রান করেন। মাঝে জোড়া উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ধাক্কা দিয়েছিলেন বাংলাদেশের স্পিনার সোহাগ গাজী। তবুও হার এড়াতে পারেনি বাংলাদেশ।

আগের দুই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করা সাইফউদ্দিন ২ ওভারে খরচ করেছেন ৪৪ রান। আর আবু হায়দার ১টি উইকেট পেলেও ১ ওভারে ২০ রান খরচ করেছেন।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি রোগীর অভাবে ভারতে হাসপাতাল ব্যবসায় ধস
ভারতকে পছন্দ করেন ৫৩.৬ শতাংশ বাংলাদেশি, পাকিস্তানকে ৫৯ শতাংশ 
ইসকন নিষিদ্ধ ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
সীমান্তে বাংলাদেশি হত্যা, বিবৃতিতে যা জানাল ঢাবি ছাত্রশিবির