• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাস্কেটবল তারকা সর্বকালের সেরা আয়কারী ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক

  ২৯ ডিসেম্বর ২০১৭, ১৮:২৫

সময়ের স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফুটবলারদের বেতন, পারিশ্রমিক। ব্যক্তিগত পুরস্কার জিতেও কাঁড়ি কাঁড়ি টাকা আয় করেন লিওনেল মেসি, নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা ফুটবলাররা। ফুটবলের পাশাপাশি বিভিন্ন পণ্যের দুতিয়ালি করেও মোটা অঙ্কের টাকা কামাচ্ছেন তারা। মেসি-রোনালদোর পারফরম্যান্স বিশ্লেষণের পাশাপাশি তাদের আয়ের হিসাব কষতেও ফুটবল লিখিয়েদের গলদঘর্ম অবস্থা হয়। তারপরও সর্বকালের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদের শীর্ষ দশেও জায়গা করে নিতে পারেননি তারা। তবে ফুটবলার হিসেবে তালিকার দশে জায়গা করে নিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহাম।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী অর্থনৈতিক সাময়িকী ফোর্বসের তালিকায় বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ হিসেবে উঠে এসেছে মাইকেল জর্ডানের নাম। অনেকের মতেই সর্বকালের সেরা বাস্কেটবল তারকা হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তির মোট আয় ১৮৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৩৬৫ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৪৯ টাকা মাত্র!

প্রতি বছরের মতো এবারও বিশ্বের সর্বোচ্চ আয়কারী ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তাতে ৫৪ বছর বয়সী জর্ডানই সবার ওপরে। আয়ের হিসেবে জর্ডানের ঠিক পরের স্থানটিতেই আছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি গলফার টাইগার উডস।

নানা কেলেঙ্কারিতে জড়িয়ে নিজেকে হারিয়ে খোঁজা ৪১ বছর বয়সী এই গলফারের মোট আয় ১৭০০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ১১৯ কোটি ৬০ লাখ ১৩ হাজার ২৮৯ টাকা মাত্র! তিন নম্বরে আছেন যুক্তরাষ্ট্রেরই প্রয়াত কিংবদন্তি গলফার আর্নল্ড পালমার। ২০১৬ সালে পরপারে পাড়ি জমানো এই কিংবদন্তি গলফারের মোট আয় ছিল ১৪০০ মিলিয়ন ডলার।

রেকর্ড ১৮টি মেজর শিরোপাজয়ী যুক্তরাষ্ট্রের আরেক সাবেক গলফার জ্যাক নিকলাউস আছেন চার নম্বরে। ৭৭ বছর বয়সী সাবেক এই গলফারের মোট আয় ১২০০ মিলিয়ন ডলার। জার্মানির সাবেক ফর্মূলা ওয়ান তারকা, দুর্ঘটনার শিকার হয়ে যিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, সেই মাইকেল শুমাখারের মোট আয় কাটায় কাটায় ১০০০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৩০৫ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ৪০৫ টাকা মাত্র!