• ঢাকা রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
logo

আফগানদের বিপক্ষে সাকিবের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৭:৩০
সাকিব আল হাসান
ছবি- সংগৃহীত

সদ্য শেষ হওয়া মিরপুর টেস্ট দিয়ে লাল বলের ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান। নিরাপত্তার কারণে দেশে আসতে পারেননি তিনি। তাই আসন্ন আফগানিস্তান সিরিজে দেশসেরা এই ক্রিকেটার খেলবে কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বোর্ড সভায় আলোচনার আগে সাকিবকে নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব সিলেকশনের জন্য অ্যাভেইলেবল। যেহেতু এখনও দল দেয়নি তার মানে অ্যাভেইলেবল আছে সে।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় বিসিবির কোটে বল ঠেলে দিয়েছিলেন সাকিব। ক্রিকবাজকে তিনি বলছিলেন, আমি কীভাবে বলব। এটা তো বিসিবির বলা উচিত।

প্রোটিয়াদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
প্রথম বলেই উইকেট পেলেন নাসুম, লড়াই করছে আফগানিস্তান
নাসুম-জাকেরের দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেল বাংলাদেশ
শান্তর পর মাহমুদউল্লাহর বিদায়, ছন্দপতন বাংলাদেশের