• ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

হেটমায়ারকে ফিরিয়ে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৩:৩৩
ওয়েস্ট ইন্ডিজ
ছবি-এএফপি

আর মাত্র একদিন পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘ দিন পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার শেমরন হেটমায়া। সবশেষ গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে খেলেন হেটমায়ার। এরপর থেকে নানা কারণে দলের বাইরে ছিলেন তিনি।

দল ঘোষণার ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, ইংল্যান্ডের বিপক্ষে খেলা সব সময়ই নতুন চ্যালেঞ্জের। ক্যারিবিয়ান খেলোয়াড়রা এই দ্বৈরথ লম্বা সময় ধরেই উপভোগ করে।

আগামী শুক্রবার অ্যান্টিগায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৬ নভেম্বরে বার্বাডোজে হবে সিরিজের শেষ ওয়ানডে। এরপর ৯ নভেম্বর থেকে দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শেমরন হেটমায়ার, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মুটি, শেরফান রাদারফোরড, জেইডেন সিলস, হেইডেন ওয়ালশ জুনিয়র ও রোমারিও শেফার্ড।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ওয়ানডে সিরিজকে চ্যালেঞ্জিং মনে করছেন মিরাজ
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
দিবারাত্রির টেস্টে ভারতকে বিশাল ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে বাংলাদেশের সিরিজ হাতছাড়া