নারী সাফের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
নারী সাফ চ্যাম্পিয়ন শিপের ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ছাড়াও বুধবার (৩০ অক্টোবর) টিভিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।
ক্রিকেট
চট্টগ্রাম টেস্ট–২য় দিন
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
সকাল ১০টা গাজী টিভি ও টি স্পোর্টস
নারীদের বিগ ব্যাশ লিগ
ব্রিসবেন হিট–রেনেগেডস
দুপুর ২টা ১০ মিনিট স্টার স্পোর্টস সিলেক্ট ১
ফুটবল
নারী সাফ চ্যাম্পিয়নশিপ
ফাইনাল
বাংলাদেশ–নেপাল
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট কান্তিপুর ম্যাক্স এইচডি ইউটিউব চ্যানেল
ইন্ডিয়ান সুপার লিগ
হায়দরাবাদ–মোহনবাগান
রাত ৮টা স্পোর্টস ১৮–১
ডাচ এরেডিভিজি
ফেইনুর্ড–আয়াক্স
রাত ১১টা ইউরোস্পোর্ট
আরটিভি/এসআর
মন্তব্য করুন
ফুটসাল বিশ্বকাপ / ফাইনাল ম্যাচে রোববার ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা
গত ১৪ সেপ্টেম্বর উজবেকিস্তানের তাসখন্দে পর্দা উঠেছিল ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরের। এবার লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।
রোববার (৬ অক্টোবর) ফাইনালে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এই টুর্নামেন্টে কাগজে-কলমে এগিয়ে রয়েছে ব্রাজিল। কারণ, আগের নয় আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর মাত্র একবার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
গত বুধবার ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে সেলেসাওরা। সবশেষ ২০১২ সালে শিরোপা জিতেছিল তারা। দীর্ঘ ১২ বছর পর আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল।
অন্যদিকে ২০১৬ সালে ফিফা ফুটসাল বিশ্বকাপ প্রথম ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এবার আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে রয়েছে আলবিসেলেস্তেরা।
আসরের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করেন কেভিন আরিয়েটা। একটি গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো।
আরটিভি/ এমএসআর
আর্জেন্টিনাকে কাঁদিয়ে হেক্সা মিশন সম্পন্ন করল ব্রাজিল
কাতার বিশ্বকাপের পর থেকে সবচেয়ে আলোচিত কয়েকটির বিষয়ের মধ্যে অন্যতম ছিল ব্রাজিলের হেক্সা মিশন। কিন্তু কোয়ার্টার ফাইনাল ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের হেক্সা মিশনে ব্যর্থ হন সেলেসাওরা। যার নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন ব্রাজিলিয়ান সমর্থকরা। ফুটবলে না পারলেও ফুটসাল বিশ্বকাপের হেক্সা মিশনে সফল হয়েছে ব্রাজিল।
রোববার (৬ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সেই সঙ্গে হেক্সা মিশনে এবার পুরোপুরি সফল হয়েছে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে গোল করেন ফেরাও এবং সান্তোস। আর আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন মাটিয়াস রোসা।
এদিন ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে থাকে সেলেসাওরা। দুর্দান্ত আক্রমণে ম্যাচে পঞ্চম মিনিটে মার্সেনিও বাড়ানো বল থেকে আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। এর খেলায় ফিরতে আক্রমণ চালাতে থাকে আলবিসেলেস্তারা। কিন্তু ১২তম মিনিটে রাফা সান্তোসের গোলে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল।
এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে উঠলেও সাফল্য আনতে ব্যর্থ হয় আর্জেন্টাইনরা। যার ফলে ২-০ তে এগিয়ে থেকে বিরতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আর্জেন্টিনাকে সুযোগ দেয়নি ব্রাজিল। একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে চাপে মুখে রাখে তারা। কিন্তু ভালো সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না সেলেসাওরা।
বিপরীতে ৩৮তম মিনিটে মাটিয়াস রোসার গোলে ব্যবধান কমায় আলবিসেলেস্তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এতে টুর্নামেন্টের সর্বোচ্চ ছয় বারের চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। অন্যদিকে দ্বিতীয় শিরোপা ছুঁয়ে দেখা হলো না আর্জেন্টিনার।
আরটিভি/ এমএসআর
তামিমের মতে দেশে যোগ্য কোচ নেই, জবাবে যা বললেন সালাউদ্দিন
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। যেখানে সবশেষ ১০টি আসরের পাঁচবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এই দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যার ফলে অনেক বিশ্লেষক এবং ক্রিকেটভক্তরা মনে করেন দেশসেরা এই কোচকে জাতীয় দলের দায়িত্ব দিলে সাফল্য আসবে।
তবে বুধবার (৯ অক্টোবর) ভারতে ক্রিকেট সাময়িকী স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, টাইগারদের হেড কোচ হওয়ার মতো যোগ্য কেউ দেশে এখনও তৈরি হয়নি।
জাতীয় দলে দেশি কোচ ইস্যুতে তামিম বলেন, আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে এখন আছে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।
তামিমের এই মন্তব্যের জবাব দিয়েছেন কোচ সালাউদ্দিন। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে দেশের একটি বেসরকারি সম্প্রচার প্রতিষ্ঠানের অনু্ষ্ঠানে তামিমের এমন মন্তব্যের বিষয় প্রশ্ন করা হয় দেশসেরা এই কোচকে।
জবাবে সালাউদ্দিন বলেন, তামিম হয়তো ঠিকই বলেছে আমাদের যোগ্যতা নেই জাতীয় দলের কোচ হওয়ার। আমি বলতে চাই, এখনও যারা জাতীয় দলে খেলছে বা খেলে গেছেন, তারা তো জাতীয় দলে গিয়ে পারফরম্যান্স করতে শুরু করেনি। তাকে তো সময় দেওয়া হয়েছে, একটা দুইটা সিরিজ বা তার বেশি সময়। তারপর সে রান করছে।
‘তাই আমাদেরও একটু সুযোগ বা সময় দিক সেট হওয়ার জন্য। ক্রিকেটাররা যেমন সময় পেলে ভালো করে, আমাদেরও সময় দিলে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারব।’
এর আগে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে বেশ কয়েকবার প্রস্তাব দেওয়া হলেও রাজি হননি সালাউদ্দিন। কারণ, দীর্ঘদিন ধরে হেড কোচ হিসেবে কাজ করায়, তিনি কারও অধীনে কাজ করতে পারবেন বলে জানিয়েছেন।
আরটিভি/এসআর/এসএ
বিশ্বকাপজয়ী দুই তারকাকে দলে ভিড়িয়ে ঢাকা ক্যাপিটালসের চমক
আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। এরই মধ্যে দলটির নাম ঘোষণা করেছেন তারা। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস নামে অংশ নেবে দলটি।
নিজেদের প্রথম আসরেই বড় চমক নিয়ে হাজির হয়েছে দলটির ম্যানেজমেন্ট। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। এবার তারা বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলস ও ক্যারিবিয়ান তারকা জনসন চালর্সকে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। এর আগেও বিপিএলে খেলেছেন হেলস এবং জনসন। এ ছাড়া দুজনেই জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন।
রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের হয়ে দুই মৌসুমে মাঠ মাতিয়েছেন এই ইংলিশ ওপেনার হেলস। তাকে আবারও দেখা যাবে এবারের বিপিএলে। অন্যদিকে গত দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন জনসন।
এদিকে দলটির মেন্টর হিসেবে আসতে চলেছেন একজন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দলটির সঙ্গে আলোচনা চলছে মাইক হাসি, ডেভিড হাসি ও মাইকেল ক্লার্কের সঙ্গে। তাদের ব্যাপারেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।
দেশি ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিমের সঙ্গেও কথা চলছে ফ্র্যাঞ্চাইজিটির। এর বাইরে সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকেও ঢাকার জার্সি গায়ে বিপিএলের কয়েকটি ম্যাচে দেখা যেতে পারে বলে জানা গেছে।
প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা রয়েছে। ড্রাফট হবে আগামী ১৪ অক্টোবর। বিপিএলে একাদশ আসরের তিনটি দলে পরিবর্তন আসছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।
আরটিভি/এসআর
মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে সাকিবের ইচ্ছা নিয়ে ক্ষোভ, ছবিতে জুতাপেটা
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। একইসঙ্গে মিরপুরের মাটিতে নিজের বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার কথা জানিয়ে ভক্ত-সমর্থকদের সমর্থনও চেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডারের এমন আকুতিতে অনেকেই সমর্থন জানালেও বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন একটা অংশ।
বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দাবি করা একটি পক্ষ ব্যক্ত করেছেন তীব্র ক্ষোভ। যার বহিঃপ্রকাশ হিসেবে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চত্বরে একত্রিত হয়ে সাকিবের ছবি টানিয়ে জুতাপেটা করেন তারা। একইসঙ্গে জানিয়ে দেন, মিরপুর স্টেডিয়ামে সাকিবকে খেলতে দেবেন না তারা। পরে স্টেডিয়াম এলাকাজুড়ে সাকিব বিরোধী গ্রাফিতি আঁকেন বিক্ষুব্ধ ওই শিক্ষার্থীরা।
নিজেদের উদ্যোগ নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন হাসান আন্তন বলেন, ‘যে মিরপুরে আমার ভাইয়েরা হত্যার শিকার হয়েছে, সেই মিরপুরে স্বৈরাচারের দোসর সাকিব খেলতে পারবে না।’
এ উদ্যোগের অন্যতম আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মাশনুন বলেন, ‘মিরপুরের মাটিতে সাকিবকে খেলতে হলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে।’
এছাড়া গ্রাফিতি করার কাজে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিব আদিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ মুয়াজ, নর্থ সাউথের শিক্ষার্থী প্রত্যয়সহ অনেকে। পিপল অ্যাক্টিভিস্ট কোয়ালিশনের পিয়াস এবং মিরপুরের ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হাবিবুর রহমানও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সমর্থন জোগাতে উপস্থিত হন সেখানে।
বিদায়ী টেস্ট খেলতে সাকিবের দেশে ফেরার ইচ্ছার প্রতিবাদে তারা জানান, ভোট চুরির সঙ্গে সরাসরি জড়িত এবং স্বৈরাচারের দোসর সাকিব, যে কি না দেশবাসীর ক্রান্তিলগ্নে বিদেশের মাটিতে আনন্দময় সময় কাটাচ্ছিল, সে আর কোনোদিন যেন বাংলাদেশের জার্সি গায়ে না দেয় এবং মিরপুর মাঠে না আসে।
এর আগে ছাত্র আন্দোলনে নীরব ভূমিকার দায় নিজের মাথায় নিয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে সাকিব লিখেন, ‘এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়ত এভাবেই মনঃক্ষুণ্ন হতাম।’
দেশের মাটিতে সাদা পোশাকে শেষ ম্যাচ খেলার আকুতি জানিয়ে সাকিব ওই পোস্টে বলেন, ‘আপনারা জানেন, খুব শিগগিরই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ করেছেন আপনারা। এই ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা। তাই আমার শেষ ম্যাচে, এই গল্পের শেষ অধ্যায়ে আমি আপনাদের পাশে চাই। আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে বিদায় নিতে চাই। বিদায়বেলায় সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই, যাদের হাতের তালি আমাকে ভালো খেলতে বাধ্য করেছে। বিদায়বেলায় সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই, আমার ভালো খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়েছে। আবার আমার খারাপ খেলায় যাদের চোখ ছলছল করেছে।
আমি আশা করি, শুধু আশা না বিশ্বাস করি– এই বিদায় বেলায় আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সবাই সঙ্গে থেকে সেই গল্পের ইতি টানবেন, যে গল্পের নায়ক –আমি নই, আপনারা।’
আরটিভি/এসএইচএম
এবার পাকিস্তানি অলরাউন্ডারকে দলে নিলো চিটাগং কিংস
আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। তার আগেই একের পর এক তারকা ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমক দেখিয়ে যাচ্ছে চিটাগং কিংস। সবশেষ পাকিস্তানের পেস অলরাউন্ডার ওয়াসিম জুনিয়রকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছে চিটাগং কিংস।
এর আগে গতকাল দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করে চমক দেখিয়েছিল বন্দরনগরীর দলটি। সাকিব ছাড়াও দেশি ক্রিকেটারদের মধ্যে শরিফুল ইসলামকে দলে নিয়েছে তারা। গুঞ্জন রয়েছে এই দলে লিটন দাসও যুক্ত হতে পারেন!
আর বিদেশিদের মধ্যে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি ও শ্রীলঙ্কার অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে চুক্তি করেছে চিটাগং। পাকিস্তানের হায়দার আলির সঙ্গেও কথাবার্তা পাকা করে রেখেছে বন্দরনগরীর দলটি। এবার সেই তালিকায় যুক্ত হলেন ওয়াসিম জুনিয়র।
গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন এই পাক ক্রিকেটার। প্রথমবারের মতো দেখা যাবে চিটাগংয়ের জার্সিতে।
প্রসঙ্গত, বিপিএলে একাদশ আসরের তিনটি দলে পরিবর্তন আসছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।
আরটিভি/এমএসআর
নিলামের আগে যেসব খেলোয়াড়দের ধরে রাখলো আইপিএলের দলগুলো
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। এই নিলামের আগে বেশ কয়েকটি নিয়মেও পরিবর্তন আনার ব্যাপারে আলোচনা করছে লিগ কর্তৃপক্ষ। এবার আইপিএলের পূর্ণ নিলাম হবে। ১০ দলই নতুন টিম তৈরি করবে। দু’দিন ধরে চলবে গোটা প্রক্রিয়া।
নিলামের আগে পুরোনো খেলোয়াড়দের ধরে রাখার প্রতিযোগিতায় মেতেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তার আগেই একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে দলগুলো।
এ নিলামের পূর্বে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি। এর মধ্যে অন্তত একজন ঘরোয়া ক্রিকেটারকে ধরে রাখতে হবে তাদের। দলগুলো চাইলে ছয়জনের কম ক্রিকেটারকেও ধরে রাখতে পারবে। বাকিদের নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ভেড়ানো যাবে।
পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হবে। দেশি বা বিদেশি ক্রিকেটারদের ধরে রাখার ক্ষেত্রে সংখ্যার কোনও বাধ্যবাধকতা নাই।
নিলামের পূর্বে কোনো ক্রিকেটারকে প্রথম পছন্দ হিসাবে কোনও দল ধরে রাখবে তাকে ১৮ কোটি টাকা গুনতে হবে। দ্বিতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১৪ কোটি ও তৃতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১১ কোটি টাকা দিতে হবে। চতুর্থ পছন্দ হিসাবে কোনও ক্রিকেটারকে ধরে রাখতে চাইলে তাকেও ১৮ কোটি টাকা দিতে হবে। পঞ্চম পছন্দের জন্য দিতে হবে ১৪ কোটি টাকা। ঘরোয়া ক্রিকেটার হিসাবে ধরে রাখতে হলে ৪ কোটি টাকা দিতে হবে।
আইপিএলের ১০ দলের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা:
কলকাতা নাইট রাইডার্স
প্রথম পছন্দ (১৮ কোটি)- আন্দ্রে রাসেল
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- শ্রেয়াস আইয়ার
তৃতীয় পছন্দ (১১ কোটি)/ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- ফিল সল্ট/ হর্ষিত রানা
চতুর্থ পছন্দ (১৮ কোটি)- সুনীল নারাইন
পঞ্চম পছন্দ (১৪ কোটি)- রিঙ্কু সিং
সানরাইজার্স হায়দরাবাদ
প্রথম পছন্দ (১৮ কোটি)- প্যাট কামিন্স
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- অভিষেক শর্মা
তৃতীয় পছন্দ (১১ কোটি)- নিতিশ কুমার রেড্ডি
চতুর্থ পছন্দ (১৮ কোটি)- ট্রাভিস হেড
পঞ্চম পছন্দ (১৪ কোটি)- হেনরিখ ক্লাসেন।
রাইট টু ম্যাচ কার্ড- ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)
চেন্নাই সুপার কিংস
প্রথম পছন্দ (১৮ কোটি)- রুতুরাজ গায়কোয়াড়
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- শিবম দুবে
তৃতীয় পছন্দ (১১ কোটি)- মাথিশা পাথিরানা
চতুর্থ পছন্দ (১৮ কোটি)- রবীন্দ্র জাদেজা
ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- মহেন্দ্র সিংহ ধোনি
রাইট টু ম্যাচ কার্ড- এক জন
মুম্বাই ইন্ডিয়ান্স
প্রথম পছন্দ (১৮ কোটি)- হার্দিক পান্ডিয়া
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- রোহিত শর্মা
তৃতীয় পছন্দ (১১ কোটি)- তিলক বর্মা
চতুর্থ পছন্দ (১৮ কোটি)- জসপ্রীত বুমরাহ
পঞ্চম পছন্দ (১৪ কোটি)- সূর্যকুমার যাদব
ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- নেহাল ওয়াধেরা
রাইট টু ম্যাচ কার্ড- শূন্য
রাজস্থান রয়্যালস
প্রথম পছন্দ (১৮ কোটি)- সঞ্জু স্যামসন
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- যশস্বী জয়সোয়াল
তৃতীয় পছন্দ (১১ কোটি)- রিয়ান পরাগ
চতুর্থ পছন্দ (১৮ কোটি)- জস বাটলার
ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- সন্দীপ শর্মা
রাইট টু ম্যাচ কার্ড- এক জন
গুজরাট টাইটান্স
প্রথম পছন্দ (১৮ কোটি)- শুভমান গিল
তৃতীয় পছন্দ (১১ কোটি)- ডেভিড মিলার
চতুর্থ পছন্দ (১৮ কোটি)- রশিদ খান
পঞ্চম পছন্দ (১৪ কোটি)- মোহিত শর্মা
ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- রাহুল তেওয়াটিয়া
রাইট টু ম্যাচ কার্ড- এক জন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
প্রথম পছন্দ (১৮ কোটি)- বিরাট কোহলি
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- মোহাম্মদ সিরাজ
তৃতীয় পছন্দ (১১ কোটি)- রজত পাতিদার
রাইট টু ম্যাচ কার্ড- তিন জন
দিল্লি ক্যাপিটালস
প্রথম পছন্দ (১৮ কোটি)- ঋষভ পান্থ
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- অক্ষর প্যাটেল
তৃতীয় পছন্দ (১১ কোটি)- কুলদীপ যাদব
রাইট টু ম্যাচ কার্ড- তিন জন
লখনৌ সুপার জায়ান্টস
প্রথম পছন্দ (১৮ কোটি)- নিকোলাস পুরান
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- রবি বিষ্ণোই
তৃতীয় পছন্দ (১১ কোটি)- মায়াঙ্ক যাদব
ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- আয়ুষ বাদোনি
রাইট টু ম্যাচ কার্ড- দু’জন
পঞ্জাব কিংস
প্রথম পছন্দ (১৮ কোটি)- আর্শদীপ সিং
রাইট টু ম্যাচ কার্ড- পাঁচ জন
আরটিভি/এমএসআর