• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

যমজ কন্যা সন্তানের বাবা হলেন আফিফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ১৪:৪৮
আফিফ
ছবি-এএফপি

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তবে দলের ফিরতে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। এর মধ্যই সুখবর দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। যমজ কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

শনিবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন আফিফ।

পোস্টে আফিফ লিখেছেন, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা দুই সুন্দর কন্যা সন্তান পেয়ে ধন্য হয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ হয়েছে। আমাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই। এই নতুন অধ্যায়টি শুরু করার পথে আমাদের পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন। পৃথিবীতে স্বাগতম, ছোটরা!

আসন্ন বিপিএলে খুলনা টাইগার্সে নাম লিখিয়েছেন আফিফ। ঘরোয়া এই আসর দিয়েই নতুন কোচ ফিল সিমন্সের চোখে পড়তে চাইবেন নিশ্চিতভাবে।

উল্লেখ্য, সবশেষ গত বছরের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন আফিফ। ২০২০ সালে ওয়ানডেতে অভিষেকের পর ৩১ ম্যাচে ৬০০ ও ২০১৮ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ৬৯ ম্যাচে ১ হাজার ১০৯ রান করেছেন তিনি।

আরটিভি/এসআর/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ
পূজার্চনার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন শুভশ্রীকন্যার
অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আইনজীবী সাইফুল
কিশোরগঞ্জে দুই সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার