• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ২১:৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি-এএফপি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে এবং নিজেদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাট করে প্রোটিয়াদের ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে কিউই মেয়েরা।

রোববার (২০ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই কিউই ওপেনার সুজি বেটস ও জর্জিয়া প্লামার। তবে ইনিংস বড় করতে পারেননি প্লামার। ৭ বলে ৯ রান করে আউট হন তিনি।

তবে অ্যামেলিয়া কেরকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার সুজি বেটস। তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ৩১ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন সুজি। ১০ বলে ৬ রান করে তার দেখানো পথে হাঁটেন সোফি ডেভাইন।

কিন্তু তবে অ্যামেলিয়া কেরকে সঙ্গ দিয়ে রান তুলতে থাকেন ব্রুক হ্যালিডে। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোতে থাকে নিউজিল্যান্ড। ২৮ বলে ৩৮ রান করে শেষ দিকে ক্যাচ আউট হন হ্যালিডে।

১৯তম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন অ্যামেলিয়া কের। ৩৮ বলে ৪৩ রান করেন এই ডান হাতি ব্যাটার। শেষ পর্যন্ত ম্যাডি গ্রিনের ১০ রান এবং ইসাবেলা গেজের ৩ রানে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে দুই উইকেট শিকার করেন ননকুলে মালবা। এ ছাড়াও আয়বোঙ্গা খাকা, ক্লো ট্রায়ন এবং নাদিন ডি ক্লার্ক একটি করে উইকেট শিকার করেন।

আরটিভি/এসআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিম বাস মিস করেও ম্যাচসেরা লিন্ডা
ময়মনসিংহে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ, হারলেই বিপদ ভারতের
ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের শিরোপা জয় বাংলাদেশের