• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

৩৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ১৩:২৪

১৯৮৮ সালের পর ভারতের মাটিতে টেস্ট জিতলো নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ৩৫ বছর পর ভারতের মাটিতে এটি তাদের প্রথম জয়। এর আগে ১৯৮৮ সালের নভেম্বরে ওয়াংখেড়েতে ১৩৬ রানের জয় পেয়েছিল তারা।

বেঙ্গালুরুতে নিজেদের মাঠেই প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে টেস্টে লজ্জার রেকর্ড গড়ে ভারত। তবে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের মাধ্যমে নিউজিল্যান্ডের ৩৫৬ রান টপকে ৪৬২ রান করেছে রোহিতরা। জয়ের জন্য ১০৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে কিউইরা।

শেষ দিন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টির বাগড়ায় পড়ার শঙ্কা ছিল। কিন্তু প্রকৃতিও সহায় হয়নি ভারতের। যদিও দিনের শুরুতে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজরা সুইংয়ে কাবু করতে চেয়েছেন কিউই ব্যাটারদের। ২ উইকেটও তুলে নেন ৩৫ রানে। তবে বাকি পথ দেখেশুনে পার করেছেন উইল ইয়ং ও রাচিন রবীন্দ্ররা। শেষ পর্যন্ত ইয়ং ৪৫ আর রাচিন ৩৯ রানে অপরাজিত থেকে কিউইদের জয় নিশ্চিত করেছেন।

এর আগে, ম্যাচের প্রথম ইনিংসে ৪০২ রান করেছিল নিউজিল্যান্ড। শুক্রবার তাদের অলআউট করে বড় স্কোরে ভিত গড়ে দেয় ভারতীয় টপ অর্ডার। বিরাট কোহলি ও সরফরাজ খানের দুর্দান্ত জুটিতে এগিয়ে চলতে থাকে ভারত। ব্যক্তিগত ৭০ রানে আউট হন কোহলি। তিনি সেঞ্চুরি মিস করলেও তা মিস করেননি সরফরাজ খান। শনিবার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ভারতের এই নবাগত ব্যাটার। ১৯৫ বলে ১৮ চার ৩ ছক্কায় ১৫০ রানের ঝলমলে ইনিংস খেলে টিম সাউদির শিকার হন তিনি।

এরপর ব্যাটে এসে কিউই বোলারদের শাসন করতে থাকেন রিশাভ পান্ত। তবে তার দুর্ভাগ্য ১০৫ বলে ৯ চার ৫ ছক্কায় ৯৯ রানে উইলিয়াম ও’রোর্কর বলে বোল্ড হন তিনি। পরের ব্যাটাররা কেউ সুবিধা করতে পারেননি। চতুর্থ দিনের শেষের দিকে ৪৬২ রানে গুঁড়িয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।

লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন স্রেফ ৪ বল খেলে কোনো রান করতে পারেনি নিউজিল্যান্ড। এদিন দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন টম লাথাম। দলীয় ১৩তম ওভারে আরেক ওপেনার ডেভন কনওয়েকেও (২৯ বলে ১৭) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জাসপ্রিত বুমরাহ। ৩৫ রানে প্রতিপক্ষের ২ উইকেট তুলে নিয়ে হয়ত বিস্ময়কর কিছুর স্বপ্নও দেখছিল স্বাগতিকরা।

কিন্তু উইল ইয়াং ও রাচিন রবীন্দ্রর ব্যাটে সেই স্বপ্ন ভাঙতেও সময় লাগেনি। অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়েন দুজন। ইয়াং ৭৬ বলে ৭টি চার ও ১ ঝক্কায় ৪৮ রানে এবং রাচিন ৪৬ বলে ৬ চারে ৩৯ রানে অপরাজিত ছিলেন।

আগামী বৃহস্পতিবার থেকে পুনেতে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৪৬ (জয়সয়াল ১৩, পন্ত ২০; হেনরি ৫/১৫, ও’রুক ৪/২২) ও ৪৬২ (রোহিত ৫২, সরফরাজ ১৫০, কোহলি ৭০, পন্ত ৯৯; হেনরি ৩/১০২, ও’রুক ৩/৯২, এজাজ ২/১০০)।

নিউজিল্যান্ড: ৪০২ (কনওয়ে ৯১, রাচিন ১৩৪, সাউদি ৬৫; জাদেজা ৩/৭২, কুলদিপ ৩/৯৯, সিরাজ ২/৮৪) ও ১১০/২ (লাথাম ০, কনওয়ে ১৭, ইয়াং ৪৮*, রাচিন ৩৯*; বুমরাহ ৮-১-২৯-২, সিরাজ ৭-৩-১৬-০, জাদেজা ৭.৪-১-২৮-০, কুলদিপ ৩-০-২৬-০, আশ্বিন ২-০-৬-০)।

ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে।

আরটিভি নিউজ/ ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তান টেস্ট দলের দায়িত্বেও আকিব জাবেদ
হ্যাজেলউডকে ফিরিয়ে গ্যাবা টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার
জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ, হারলেই বিপদ ভারতের
দিবারাত্রির টেস্টে ভারতকে বিশাল ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া