আবারও মাশরাফীতেই ভরসা সিলেটের
জাতীয় দল থেকে অনেক আগে অবসর নিলেও বিপিএলের প্রতি আসরেই দেখা যায় দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। বল হাতে ভালো কিছু করতে না পারলেও টিম ম্যানেজমেন্টের চাওয়াতে অধিনায়কত্ব করেছিলেন তিনি। এবারও মাঠে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট। সেখান থেকে মাশরাফীকে দলে ভিড়িয়েছে তার আগের দল সিলেট।
এবারের আসরে ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন মাশরাফী। তাই তাকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিটিকে ৪০ লাখ টাকা খরচ করতে হয়েছে।
গত বিপিএল আসরের মাঝপথ থেকে সরে দাঁড়াতে হয় তাকে। ব্যক্তিগত বাজে ফর্ম ও দলের ওপর চাপ বাড়ায় দল থেকে ছুটিতে যান তিনি। এ ছাড়াও ওই সময় সংসদের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ১১তম আসর। এবারের বিপিএলে তিনটি দলে পরিবর্তন এসেছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।
আরটিভি/এসআর/এসএ
মন্তব্য করুন