• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

তামিমের মতে দেশে যোগ্য কোচ নেই, জবাবে যা বললেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২৪, ২০:২৫
তামিম-সালাউদ্দিন
ছবি- সংগৃহীত

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। যেখানে সবশেষ ১০টি আসরের পাঁচবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এই দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যার ফলে অনেক বিশ্লেষক এবং ক্রিকেটভক্তরা মনে করেন দেশসেরা এই কোচকে জাতীয় দলের দায়িত্ব দিলে সাফল্য আসবে।

তবে বুধবার (৯ অক্টোবর) ভারতে ক্রিকেট সাময়িকী স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, টাইগারদের হেড কোচ হওয়ার মতো যোগ্য কেউ দেশে এখনও তৈরি হয়নি।

জাতীয় দলে দেশি কোচ ইস্যুতে তামিম বলেন, আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে এখন আছে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।

তামিমের এই মন্তব্যের জবাব দিয়েছেন কোচ সালাউদ্দিন। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে দেশের একটি বেসরকারি সম্প্রচার প্রতিষ্ঠানের অনু্ষ্ঠানে তামিমের এমন মন্তব্যের বিষয় প্রশ্ন করা হয় দেশসেরা এই কোচকে।

জবাবে সালাউদ্দিন বলেন, তামিম হয়তো ঠিকই বলেছে আমাদের যোগ্যতা নেই জাতীয় দলের কোচ হওয়ার। আমি বলতে চাই, এখনও যারা জাতীয় দলে খেলছে বা খেলে গেছেন, তারা তো জাতীয় দলে গিয়ে পারফরম্যান্স করতে শুরু করেনি। তাকে তো সময় দেওয়া হয়েছে, একটা দুইটা সিরিজ বা তার বেশি সময়। তারপর সে রান করছে।

‘তাই আমাদেরও একটু সুযোগ বা সময় দিক সেট হওয়ার জন্য। ক্রিকেটাররা যেমন সময় পেলে ভালো করে, আমাদেরও সময় দিলে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারব।’

এর আগে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে বেশ কয়েকবার প্রস্তাব দেওয়া হলেও রাজি হননি সালাউদ্দিন। কারণ, দীর্ঘদিন ধরে হেড কোচ হিসেবে কাজ করায়, তিনি কারও অধীনে কাজ করতে পারবেন বলে জানিয়েছেন।

আরটিভি/এসআর/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধে বিজেপি নেতার সীমান্ত অবরোধের হুমকি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৬ ডিসেম্বর)
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন: ড. ইউনূস
আমরা বাংলাদেশি, আমাদের মধ্যে বিভেদ নেই: অবিনাশ মিত্র