• ঢাকা রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
logo

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ২০:০১
বাংলাদেশ-ভারত
ছবি-এএফপি

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমেছে টাইগাররা। কিন্তু দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান। শান্ত ১৬ রান এবং মাহমুদউল্লাহ ১ রানে ব্যাট করছেন।

রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২ বলে ৪ রান করে প্রথম ওভারেই ক্যাচ আউট হন লিটন কুমার দাস। ৯ বলে ৮ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার পারভেজ ইমন।

এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন অধিনায়ক শান্ত। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে বাংলাদেশ। কিন্তু সপ্তম ওভারেই বাউন্ডারি লাইনে কাটা পড়েন হৃদয়। ১৮ বলে ১২ রান করেন তিনি।

আরটিভি/ এমএসআর/ এএইচ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
‘পিএমআই সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ পেল মিশন গ্রিন বাংলাদেশ
প্রথম বলেই উইকেট পেলেন নাসুম, লড়াই করছে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল