• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৪
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
ছবি-এএফপি

আগামী ১২ অক্টোবর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারত সফর শেষ হবে টাইগারদের। কিন্তু দেশে ফিরে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন না শান্ত-লিটনরা। কারণ, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে অনুশীলন শুরু করবে টাইগাররা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা সিরিজের দিনক্ষণ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগে জানা গিয়েছিল, আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। এক দিনের বিশ্রাম শেষে প্রোটিয়ারা অনুশীলন করবে ১৮, ১৯ ও ২০ অক্টোবর। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, শুরু ২৯ অক্টোবর।

এবার অনুষ্ঠিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের অংশ বলে জানিয়েছে তারা।

পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ের পর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে শান্ত বাহিনী।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১০ অক্টোবর)
টাইগারদের টানা দুই হারে টি-টোয়েন্টি সিরিজ ভারতের
রাজনীতিতে যোগ দেওয়ার আসল কারণ জানালেন সাকিব
ক্ষমা চেয়ে সাকিবের আবেগঘন পোস্ট