• ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
logo

১৫ মাস পর সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০১
মুমিনুল
ছবি-এএফপি

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারদের মধ্যে অন্যতম হলেন মুমিনুল হক। বয়সটা ৩৩ হলেও টেস্ট ক্রিকেটে এখনও নিয়মিত অবদান রেখে যাচ্ছেন তিনি। কানপুর টেস্টেও খারাপ সময়ে দলের হাল ধরেন এই অভিজ্ঞ ব্যাটার। সেই সঙ্গে টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

এর আগে গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন মুমিনুল। সেই টেস্টে ৫৪৬ রানের জয় পায় টাইগাররা। প্রায় ১৫ মাস পর আবারও সেঞ্চুরি পেয়েছেন তিনি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) কানপুরে মুশফিক ৬ রান এবং ৪০ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে মুমিনুল। কিন্তু প্রথম সেশনে মুশফিক, লিটন এবং সাকিব আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন মুমিনুল। সেই সঙ্গে সেঞ্চুরি তুলে নেন তিনি।

পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে ফিফটি করে দলের জয়ে অবদান রেখেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। সেঞ্চুরি না পেলেও আফগানিস্তান সিরিজের পর অনুষ্ঠিত হওয়া প্রতিটি টেস্টেই অবদান রেখেছেন তিনি।

কানপুর টেস্টের আগে ৬৪টি ম্যাচে মাঠে নেমেছেন মুমিনুল। প্রায় ৩৮ গড়ে ব্যাট করে ৪১৫৬ রান করেছেন তিনি। সঙ্গে রয়েছে ১২টি সেঞ্চুরি এবং ১৯টি ফিফটি। ৬৫তম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমে প্রথম ইনিংসেই নিজের ১৩তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

টেস্টে নিয়মিত হলেও দেশের জার্সিতে মাত্র ২৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ২২ গড়ে রান তুলছেন ৫৫৭। অন্যদিকে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৬টি, রান তুলেছেন মাত্র ৬০।

আরটিভি/এসআর/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (০৪ অক্টোবর)
মালয়েশিয়ায় অবৈধভাবে ক্লিনিক খোলায় ২ বাংলাদেশি আটক
আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী
বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র