• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

কানুপর টেস্ট

জাকিরের পর সাদমানের বিদায়, শুরুতেই চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩
বাংলাদেশ-ভারত
ছবি-এএফপি

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প কিছু নেই টাইগারদের সামনে। কিন্তু প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৭ রান। মুমিনুল হক ০ রান এবং শান্ত ৪ রানে ব্যাট করছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান। কিন্তু সাদমান ২০ রান করে ফেললেও, ২৪ বল খেলে রান তুলতে পারেনি জাকির। নবম ওভারে আকাশ দ্বীপের বলে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার।

এরপর সাদমানকে দিতে তিনে ব্যাট করতে আসেন মুমিনুল হক। কিন্তু ইনিংস বড় করতে পারেননি সাদমান। ১৩তম ওভারে এই ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আকাশ। ২৪ রান করেন তিনি। এতে দলীয় ৩৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমৃদ্ধ দেশ গড়তে শিশুর সুন্দর বিকাশ নিশ্চিত করতে হবে: ড. ইউনূস
বিএসএফের গ্রেনেডের আঘাতে বাংলাদেশি আহত
সীমান্তে বিজিবির হাতে আটক সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র
কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে আমাদের বক্তব্য উপস্থাপিত হয়েছে: ইসলামী আন্দোলন