টিভিতে আজকের খেলা
কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এ ছাড়াও শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টিভিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।
ক্রিকেট
কানপুর টেস্ট-১ম দিন
বাংলাদেশ-ভারত
সকাল ১০টা, টি স্পোর্টস ও গাজী টিভি
গল টেস্ট-২য় দিন
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
সকাল ১০টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ৫
৪র্থ ওয়ানডে
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
বিকেল ৫টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ৫
টি-১০ ক্রিকেট
জিম-আফ্রো টি-১০
সন্ধ্যা ৭টা, রাত ৯-১৫ মি. ও ১১-৩০ মি., স্টার স্পোর্টস ১
টেনিস
জাপান ওপেন
বিকেল ৪টা ৩০ মিনিট, ইউরোস্পোর্ট
ফুটবল
সৌদি প্রো লিগ
আল নাসর-আল ওয়েহদা
রাত ৯টা ২০ মিনিট, সনি স্পোর্টস ২
আল কাদসিয়া-আল আহলি
রাত ১২টা, সনি স্পোর্টস ১
বুন্দেসলিগা
ডর্টমুন্ড-বোখুম
রাত ১২টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ২
মন্তব্য করুন
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একই রাতে মাঠে নামছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আড়াই ঘণ্টা পর (শুক্রবার ভোর সাড়ে ৫টায়) প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের শুরুটা মোটেও ভালো হয়নি ব্রাজিলের। সবশেষ দুই ম্যাচের আগে মনে হয়েছিল ২০২৬ বিশ্বকাপই খেলতে পারবে না সেলেসাওরা। কিন্তু চিলি ও পেরুর বিপক্ষে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের চিত্র বদলে যায়। ১০ ম্যাচে উরুগুয়ের সমান ১৬ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে আসে ব্রাজিল।
ভোরে ব্রাজিলকে আতিথেয়তা দেবে ভেনেজুয়েলা। এই ম্যাচে সফরকারী ব্রাজিলকেই এগিয়ে রাখতে হবে। কেননা এখন পর্যন্ত ভেনেজুয়েলার মাঠে খেলা ৩৯ ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল। কিন্তু ইনজুরির কারণে রদ্রিগো এবং মিলিতাও দলের বাইরে থাকায় কিছু চাপে রয়েছে সেলেসাওরা।
অন্যদিকে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। শুক্রবার ভোরে আর্জেন্টিনাকে আতিথেয়তা দেবে টেবিলের ছয়ে থাকা প্যারাগুয়ে।
এই ম্যাচে স্থানীয় কোনো দর্শক আর্জেন্টিনা ও লিওনেল মেসির জার্সি পরিধান করে স্টেডিয়ামে আসায় নিষেধাজ্ঞা রয়েছে। অদ্ভুত এই ঘোষণা আগেই দিয়ে রেখেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন।
এদিকে এই খেলা সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর। Sportzfy অ্যাপ নামিয়ে মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন। এ ছাড়াও ইয়াসিন টিভি অ্যাপ থেকে দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিলর ম্যাচ।
আরটিভি/এসআর-টি
শহীদদের স্মরণ করে দেশের তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর পরিবর্তনের হাওয়া বইছে দেশের প্রতিটি ক্ষেত্রেই। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। ১৬ বছর পর নতুন সভাপতি পেয়েছে বাফুফে এবং প্রায় একযুগ পর ক্রিকেটে সমাপ্ত ঘটেছে নাজমুল হাসান পাপন অধ্যায়ের। এবার অবকাঠামোর দিকে নজর দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিটি স্টেডিয়াম সংস্কার করার কথা জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। যার শুরুটা হয়েছে নাম দিয়ে। দেশের তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। যেখানে ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়েছে।
তিন স্টেডিয়ামের প্রথমেই রয়েছে কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়াম। যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। দ্বিতীয়তে রয়েছে টাঙ্গাইল জেলার স্টেডিয়াম। এটির বর্তমান নাম শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইল।
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গন মাঠ, ঢাকা। যার নাম রাখা হয়েছে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ।
আরটিভি/এসআর/এসএ
আবরার ফাহাদের নামে স্টেডিয়ামের নামকরণ করল ক্রীড়া পরিষদ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন আবরার ফাহাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী পোস্ট করায় ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এই ঘটনার প্রায় ৫ বছর পর আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তবে ফাহাদকে ভুলে যাননি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। তাই ফাহাদের নামে তার জেলার স্টেডিয়ামের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
আবরার ফাহাদ ১৯৯৮ সালে ১২ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। তার বাবার নাম মো. বরকত উল্লাহ এবং মায়ের নাম রোকেয়া খাতুন। তিনি কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং পরে কুষ্টিয়া জেলা স্কুলে পড়াশোনা করেন।
পরবর্তীতে তিনি নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। ২০১৮ সালের ৩১ মার্চ আবরার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু পড়াশোনো চালাকালীন সময়েই তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
তাই নাম অনুসারে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। আগে এটির নাম ছিল কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম। যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এদিন আরও দুটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয়তে রয়েছে টাঙ্গাইল জেলার স্টেডিয়াম। এটির বর্তমান নাম শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইল। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গন মাঠ, ঢাকা। যার নাম রাখা হয়েছে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর পরিবর্তনের হওয়া বয়ছে দেশের প্রতিটি ক্ষেত্রেই। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। ১৬ বছর পর নতুন সভাপতি পেয়েছে বাফুফে এবং প্রায় একযুগ পর ক্রিকেটে সমাপ্ত ঘটেছে নাজমুল হাসান পাপন অধ্যায়ের। এবার অবকাঠামোর দিকে নজর দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিটি স্টেডিয়াম সংস্কার করার কথা জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। যার শুরুটা হয়েছে নাম দিয়ে। প্রথম ধাপে দেশের তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছেন তিনি।
আরটিভি/এসআর
আইপিএল নিলামের শর্টলিস্টে ১২ বাংলাদেশি ক্রিকেটার, কার ভিত্তিমূল্য কত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ নিলামের শর্ট লিস্টে আছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানসহ ১২ বাংলাদেশি ক্রিকেটার।
শুক্রবার (১৫ নভেম্বর) শর্টলিস্টে থাকা ৫৭৪ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। ওই লিস্ট থেকে এসব তথ্য জানা গেছে।
এবারের নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
জানা গেছে, আগামী ২৪ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় আইপিএলের দুই দিন ব্যাপি নিলাম শুরু হবে। সর্বোচ্চ ২০৪ টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপি ভিত্তমূল্যে আছেন ৮১ ক্রিকেটার, যেখানে নাম আছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের।
এবারের আইপিএল নিলামে ১২ বাংলাদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য
১. মুস্তাফিজুর রহমান- ফাস্ট বোলার সেট ৩- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি।
২. সাকিব আল হাসান- অলরাউন্ডার সেট ৮- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি।
৩. রিশাদ হোসেন- স্পিনার সেট ৩- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৪. লিটন দাস- উইকেটরক্ষক সেট ৪- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৫. তাওহীদ হৃদয়- ব্যাটার সেট ৫- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৬. তাসকিন আহমেদ- ফাস্ট বোলার সেট ৭- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি
৭. মেহেদী হাসান মিরাজ- অলরাউন্ডার সেট ৮- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি।
৮. শরিফুল ইসলাম- ফাস্ট বোলার সেট ৮- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৯. তানজিম হাসান সাকিব- ফাস্ট বোলার সেট ৮- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
১০. মেহেদী হাসান- অলরাউন্ডার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
১১. হাসান মাহমুদ- ফাস্ট বোলার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
১২. নাহিদ রানা- ফাস্ট বোলার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
আরটিভি/এসএপি
আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে জায়গা পেল বাংলাদেশ
লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রচুর সমর্থক রয়েছে বাংলাদেশে। তবে কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আলাদাভাবে চিনেছে ফুটবল বিশ্বকাপ। কারণ, আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা এতটাই অভিভূত ছিল যে বিশ্বকাপ জয়ের উৎসবে দেশটিতে উড়েছে বাংলাদেশের পতাকাও।
এ ছাড়াও বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সমর্থকদের ছবি ও ভিডিও পোস্ট করতেও দেখা গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। এবার লাল-সবুজের বাংলাদেশকে আরও একবার চমক দিয়েছে আর্জেন্টাইনরা।
শুক্রবার (১৬ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড এক্সে নতুন জার্সি নিয়ে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যেখানে দেখা যায় নতুন জার্সি পরে প্রকাশ্যে আসেন লিওনেল মেসি ও ডি পলরা।
আলবিসেলেস্তেদের নতুন জার্সিতে আকাশি নীল রং অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই। উজ্জ্বল হয়েছে সোনালি রঙে এএফএ ও অ্যাডিডাসের লোগো।
মূলত, ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে এএফএ’র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এ জার্সিটি তৈরি করা হয়েছে। সেখানে বাংলাদেশকেও রেখেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
ভিডিওর ৪৮-৪৯তম সেকেন্ডে দেখা যায় দেওয়ালে ঝোলানো একটি টিভিতে বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার ভিডিও। যে ভিডিওতে রয়েছে বাংলাদেশের একটি স্থানে বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন হাজার হাজার বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থক। যে ভিডিওটি কাতার বিশ্বকাপ চলাকালে ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে।
এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেই মাঠ মাতাবে মেসিরা।
আরটিভি/এসআর-টি
তুমি কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না: মেসি
গত দুই দিন আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও দুর্বল প্যারাগুয়ের কাছে ২-১ গোলের ব্যবধানে হারতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। দলের এমন হারের দিনে রেফারির সিদ্ধান্তে মাঠেই রাগ ঝেড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
ম্যাচের ৩৩ মিনিটের ঘটনা। ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এই ঘটনার ৪ মিনিট পর আবারও ফাউল করেন তিনি। এবার তার ফাউলের শিকার হলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। ব্যাপারটা মোটেই ভালো লাগেনি মেসির। বিরতির সময় মাঠেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ভিডিওতে মেসির ক্ষোভ প্রকাশ করা বোঝা গেলেও, রেফারিকে ঠিক কি বলেছিলেন তা এতদিন ছিল অজানা। তবে ম্যাচের দুই দিন পর জানা গেল সেই সময় রেফারিকে কি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
মেসি সে সময় রেফারিকে বলেছিলেন, তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না। নিজেদের এক্স অ্যাকাউন্টে মেসি ও রেফারির সেই কথোপকথনের ভিডিও পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে এসবিএস স্পোর্টস। এমন আচরণের জন্য শাস্তিও হতে পারে মেসির, পেতে পারেন নিষেধাজ্ঞা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও রেফারিকে কাঠগড়ায় তুলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, অনেক কিছুই বলতে পারি…কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
আরটিভি/ এসআর
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল ড্র করলেও প্যারাগুয়ের কাছে হেরেছিল আর্জেন্টিনা। ভোরে আবারও মাঠে নামবে দুই দল। যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে এবং আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে। এই ম্যাচ দিয়ে ২০২৪ সালের আন্তর্জাতিক মিশন শেষ করবে এই দুই ফুটবল পরাশক্তি।
বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস আইরেস লা বোম্বোনেরা স্টেডিয়ামে পেরুকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। আর ঘরের মাঠ সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সম্প্রতি নিজেদের শেষ পাঁচ ম্যাচে তারা তিন ম্যাচেই জয় পেতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে দুই ম্যাচে ছিল হার। এক ম্যাচে ড্র। শেষ তিন অ্যাওয়ে ম্যাচেই জয়বঞ্চিত লিওনেল স্কালোনিরা। বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলে সবার ওপরে থাকলেও তাই খুব একটা স্বস্তি নেই আর্জেন্টাইন শিবিরে।
নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসিরা প্যারাগুয়ের কাছে হেরে ২-১ গোলে হেরেছিল। ফলে পেরু ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই।
আর্জেন্টিনার মতো নিজেদের সবশেষ ম্যাচে জয়হীন ছিল ব্রাজিলও। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে দরিভাল জুনিয়রের শিষ্যরা। চলতি বছরের শেষ ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।
উরুগুয়ের বিপক্ষে সবশেষ লড়াইয়ে হেরেছে সেলেসাওরা। কোপা আমেরিকার সেই ম্যাচে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ব্রাজিল। ১১ ম্যাচে ব্রাজিলের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে উরুগুয়ে। ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে আছে পেরু।
এদিকে লাতিনের দু’পরাশক্তির এ ম্যাচটি দেখতে মুখিয়ে আছে এশিয়া মহাদেশের ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচ দু’টি ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না। তবে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো Sportzfy এবং yallashoot tv অ্যাপ নামিয়ে মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন।
আরটিভি/এসআর-টি