ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে যাদের কৃতিত্ব দিলেন তামিম
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাবর-রিজওয়ানদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করেছে টাইগাররা। তাদের এই ঐতিহাসিক সাফল্য মন ছুয়েছে ক্রিকেটপ্রেমিদের। এই জয়ে বাহবা পাচ্ছেন লিটন দাস, মেহেদী মিরাজ ও নাহিদ রানারা। বাহবা পাচ্ছেন পুরো কোচিং স্টাফ। তবে এর বাইরের কিছু ব্যক্তিকে আলাদাভাবে কৃতিত্ব দিয়েছেন তামিম ইকবাল।
স্মরণীয় এই জয়ের পর ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ‘অনেক সময় মানুষ বড় জয়ের পর ছোট বিষয়গুলো ভুলে যায়। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা ক্রিকেটাররা যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত ছিল, তখন টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটার টাইগার্সের অধীনে অনুশীলন করেছে। এক মাসের বেশি সময় ধরে সেখানে ক্যাম্প হয়েছে। সেখানে মুশফিক, মুমিনুল, মেহেদীরা ছিল। এক থেকে দেড় মাসের এই ক্যাম্প হয়েছে স্থানীয় কোচদের তত্ত্বাবধানে, তাদেরও অনেক কৃতিত্ব আছে। এটার অনেক বড় ভূমিকা ছিল।’
তিনি বলেন, ‘পাকিস্তানের মাটিতে পুরো সিরিজে দাপট দেখিয়েছেন টাইগার পেসাররা। শরিফুল-তাসকিন-হাসান ও নাহিদদের এমন ভূমিকার পেছনে সাবেক দুই পেস কোচের অবদান দেখছেন তামিম। দেশসেরা এই ওপেনার বলেছেন, ‘এটা (রাওয়ালপিন্ডি) এমন একটা উইকেট ছিল, যেখানে আগে অনেক রান উঠেছে, পাকিস্তান পেসাররা যতটুকু সুবিধা আদায় করতে পেরেছে, তার চেয়ে বাংলাদেশের পেসাররা বেশি সুবিধা পেয়েছে। এটা নিয়ে পেসারদের গর্ব করা উচিত। যারা আগে কোচ ছিলেন, তাদের কৃতিত্ব পাওয়া উচিৎ। এই পেস বোলিং ইউনিটকে এত দূরে নিয়ে আসতে (সাবেক কোচ) অ্যালান ডোনাল্ড ও ওটিস গিবসন কঠোর পরিশ্রম করেছেন।’
মন্তব্য করুন