চূড়ান্ত হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিনক্ষণ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের (২০২৩-২৫) ফাইনালের ভেন্যু হিসেবে লর্ডসের নাম ঘোষণা করা হয়েছিল আগেই। এবার চূড়ান্ত হলো দিনক্ষণ। ২০২৫ সালের ১১ জুন থেকে মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে আইসিসি। একইসঙ্গে ‘দা আল্টিমেট টেস্ট’ এর জন্য ১৬ জুন একদিন রিজার্ভ ডেও রাখা হয়েছে।
চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় বর্তমানে সবার ওপরে আছে ভারত। গতবারের ফাইনালিস্টরা ৬৮.৫২ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুইয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পার্সেন্টেজ পয়েন্ট ৬২.৫০। তালিকায় তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড, তাদের সংগ্রহ বরাবর ৫০ পার্সেন্টেজ পয়েন্ট।
পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার চার নম্বরে। তারা ৬ ম্যাচে পেয়েছে শতকরা ৪৫.৮৩ ভাগ পয়েন্ট। পাঁচে থাকা ফাইনালের আয়োজক ইংল্যান্ডের নামের পাশে ১৫ ম্যাচে রয়েছে ৪৫ শতাংশ পয়েন্ট।
শেষ চারটি স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৬ ম্যাচে ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট), শ্রীলঙ্কা (৬ ম্যাচে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট), পাকিস্তান (৭ ম্যাচে ১৯.০৫ শতাংশ পয়েন্ট) ও ওয়েস্ট ইন্ডিজ (৯ ম্যাচে ১৮.৫২ শতাংশ পয়েন্ট)।
মন্তব্য করুন