টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
ক্রিকেট
রাওয়ালপিন্ডি টেস্ট-৫ম দিন
বাংলাদেশ-পাকিস্তান
সকাল ১০টা ৪৫ মিনিট, টি স্পোর্টস
টেনিস
ইউএস ওপেন
৪র্থ রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল
ভোর ৫টা ও রাত ১০টা, সনি স্পোর্টস ২ ও ৫
মন্তব্য করুন
বিসিবিতে কাজ করার প্রস্তাব পেলেন ফারুক আহমেদ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর এখনও পর্যন্ত আত্মগোপনে রয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সম্প্রতি শোনা যাচ্ছে, পদত্যাগ করতে রাজি হয়েছেন তিনি। এরপরই আলোচনা শুরু করে হয়েছে দেশের ক্রিকেটের দায়িত্ব কার কাঁধে উঠতে যাচ্ছে। এর সম্ভাব্য তালিকায় রয়েছে বেশ কয়েকজনের নাম।
যাদের মধ্যে অন্যতম সৈয়দ আশরাফুল হক ও নাজমুল আবেদীন ফাহিম। কিন্তু সব ছাপিয়ে এখন আলোচনায় সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের নাম। কারণ, তার সঙ্গে একান্তে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
জানা গেছে, বৈঠকে বিসিবির গঠনতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে হয়েছে আলোচনা। সেখানে বোর্ডে কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ফারুককে। আজ (রোববার) দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন ফারুক আহমেদ।
ফারুক বলেন, আমাকে বোর্ডে কাজ করার কথা বলা হয়েছে। আমাকে বলেছে আমি পজিটিভভাবে নিয়েছি। আগে একসময় বোর্ড থেকে রিজাইন করেছিলাম, এখন যদি পরিবেশ ভালো হয়, নিজের মতো কাজ করতে পারি তাহলে কেন নয়। ক্রিকেটকে তো ভালোবাসি। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তো মিটিং হচ্ছে।
কোন পদের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে এই সাবেক ক্রিকেটার বলেন, আমাকে সভাপতির জন্য এখনও প্রস্তাব দেওয়া হয়নি। তাই এখনই বলতে পারছি না। সভাপতি হওয়ার প্রস্তাব পাইনি, জিজ্ঞেস করেছে কাজ করব কি না। সভাপতি হবো কি না যখন প্রস্তাব দেবে, তখন চিন্তা করব।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আগামী ২০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপ না হলে জিম্বাবুয়ে অথবা আরব আমিরাতকে বেছে নিতে পারে আইসিসি।
হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বরণ করে নিতে মিরপুরে ব্যস্ত সময় পার করছেন বিসিবির স্টাফরা। কারণ, প্রথমবার ক্রিকেট বোর্ড পরিদর্শন করতে মিরপুরে যাওয়ার কথা রয়েছে এই উপদেষ্টার। এরই মধ্যে বিসিবিতে হাজির হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা ওপেনার তামিম ইকবাল খান।
সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুরের হোম অব ক্রিকেটে প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার।
তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করবেন তামিম। এরপরই আসতে পারে সিদ্ধান্ত। বিশেষ করে তাকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে সেটারই চূড়ান্ত ফল আসার কথা ছিল।
কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার পর বদলে গেছে সব হিসাব-নিকাশ। আত্মগোপনে রয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবিতে তিনি আর যে ফিরবেন না তা অনেকটাই নিশ্চিত। তাই তামিমের সঙ্গ এবার দলে ফেরা নিয়ে কথা বলবেন নির্বাচকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাই বিসিবিতে যে মিটিং করতে এসেছেন তামিম তাও অনেকটাই নিশ্চিতভাবে বলা যায়।
তামিমের সঙ্গে বৈঠক করা নিয়ে লিপু বলেছিলেন, আগে আমরা জানতাম যে সভাপতির (পাপন) সঙ্গে তামিমের একটা বৈঠক হবে। এরপর একটা সিদ্ধান্ত আসবে। সে সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার একটা ভাবনা ছিল। তবে আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছু বদলে যাচ্ছে, সে আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমার সমস্যা নেই।
আরও এক দুঃসংবাদ পেল বিসিবি
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ। যার ফলে বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরিয়ে নিতে বাধ্য হয়েছে আইসিসি। এবার আরও একটি দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের নির্ধারিত ‘এ’ দলের বাংলাদেশ সফর বাতিল করেছে নিউজিল্যান্ড।
আগামী সেপ্টেম্বরে দুটি চারদিনের ম্যাচ ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। ম্যাচগুলো হবার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
কিন্তু নিউজিল্যান্ড তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকায় সফরটি স্থগিত করতে হয়েছে কিউইদের। এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস।
তিনি বলেন, ভ্রমণে সতর্কতা থাকায় বোর্ডের কিছু করার থাকে না। এটি রাষ্ট্রীয় বিষয়। ওদের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল হবে না। আশা করছি, অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করতে পারব।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট খেলতে আগামী অক্টোবরে নিউজিল্যান্ড দলের ভারত সফর আছে। ‘এ’ দলের বাংলাদেশ সফরকে তারা দেখছিল সেই সিরিজেরই প্রস্তুতি হিসেবে। পরিবর্তিত পরিস্থিতিতে সেটি আর হচ্ছে না। তবে সিরিজটি পরবর্তীতে কোন একটা সময় আয়োজন করা যাবে বলে আশাবাদী বিসিবি।
ওপেনিংয়ে নেমে ১৩৭ বলে শূন্য রানে অপরাজিত
টেস্ট ক্রিকেটে ম্যাচ বাঁচাতে অনেক সময় ব্যাটারদের ধীরগতিতে ব্যাটিং করতে দেখা যায়। এমন পরিস্থিতিতেও কোনও না কোনওভাবে কিছু রান চলে আসে। তবে ইংল্যান্ডের ডিভিশন ক্রিকেটে এক ব্যাটার ওপেনিংয়ে নেমে ১৩৭ বলে খেলে শূন্য রানে অপরাজিত থেকে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন।
ঘটনাটি ঘটেছে ইংল্যন্ডের ডার্বিশায়ার ক্রিকেট লিগের ডিভিশন নাইন সাউথের ম্যাচে। ক্রিকেটারের নাম ইয়ান বেস্টউইক। ৪৫ ওভার ব্যাটিং করে ১৩৭ বল খেলে একটি রানও করেননি।
ডার্বিশায়ার ক্রিকেট লিগে রয়েছে অদ্ভুত এক নিয়ম। একদিনের ক্রিকেটের সেই লিগে পরে ব্যাট করা দল চাইলে জয়ের চেষ্টা না করে ম্যাচ ড্র করতে পারে। আর সেটি করতে গিয়েই এক কাণ্ড করেছেন ইয়ান বেস্টউইক।
শুধু তিনি নয় পুরো দলই ৪৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে করেছে কেবল ২১ রান। ২৭২ রান তাড়া করতে নেমে ৮ রানে ৩ উইকেট খোয়ানোর পরই এমন ধীর গতির ব্যাটিং করতে থাকে ডার্লি অ্যাবির ব্যাটসম্যানরা। এর ফলে মিকলওভার ক্রিকেট ক্লাবের সঙ্গে ড্র করেছে দলটি।
জানা গেলো বিপিএল শুরুর তারিখ
দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ঠিক সময়েই আয়োজনের ব্যাপারে আশাবাদী নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। জানালেন, ২৭ ডিসেম্বর শুরুর সম্ভাব্য তারিখ ধরেই আগাচ্ছে বিসিবি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম সভা। সভায় বেশ কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী মাসে হবে প্লেয়ার্স ড্রাফট। ফারুক জানালেন, সাত দলের আসরটিতে পুরনো কয়েকটি ফ্র্যাঞ্চাইজি থাকছে না। তাদের জায়গায় ডাকা হবে নতুনদের। স্বয়ং সভাপতির সাক্ষাৎকারের পর টিকলেই কেবল দল পাবে প্রতিষ্ঠানগুলো।
তিনি বলেন, বিপিএল নিয়ে কথা বলছি আমরা। আজ বোর্ড মিটিংয়ের পর আমি আরও আত্মবিশ্বাসী যে যথাসময়েই বিপিএল করতে পারব। ২৭ ডিসেম্বর প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা। তার আগে ড্রাফট এবং বাকি কাজ যা আছে সেপ্টেম্বরে করে ফেলার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, বিপিএল আমরা এবার করব শিউর। তবে করার জন্যই করব না। এবার বিপিএলে অনেক কিছু দেখবেন। আমি বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর মালিকদের ইন্টারভিউ করব। বিপিএল নিয়ে তাদের চিন্তা ভাবনা শুনব। বিপিএলের ড্রাফট সামনে হবে। বিপিএল এবার ভিন্ন আঙ্গিকে হবে কোয়ালিটিফুল।
উত্তপ্ত পরিস্থিতি টের পেয়ে শুল্কমুক্ত গাড়ি ছাড়িয়ে নিলেন সাকিব
শুল্কমুক্ত সুবিধায় সাবেক সংসদ সদস্যদের নামে আমদানি করা ৫২টি বিলাসবহুল গাড়ি আটকে দিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের উত্তপ্ত পরিস্থিতি টের পাওয়ায় সাকিব আল হাসান ও নায়ক ফেরদৌসসহ সাত সাবেক এমপি তাদের গাড়ি ছাড়িয়ে নেন। চট্টগ্রাম বন্দর ও মোংলা বন্দর দিয়ে এসব গাড়ি আমদানি করা হয়।
কিন্তু সব প্রক্রিয়া সম্পন্ন করলেও গাড়ি খালাস করতে পারেনি সাবেক সংসদ সদস্য জান্নাত আর হেনরী এবং মুজিবুর রহমান মঞ্জু। এ ছাড়া অনুপম শাহজাহান জয় ও এবিএম আনিসুজ্জামান নামে আরও দুই সাবেক এমপি গাড়ি ছাড় করাতে নথিপত্র জমা দিয়েছিলেন। এই চারটি গাড়িও এখন কাস্টমসের জিম্মায়।
জানা গেছে, গাড়িগুলোর মধ্যে টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন ওয়াগট মডেলের ৩ থেকে ৪ হাজার সিসির গাড়ি রয়েছে। এসব গাড়ির বেশিরভাগই এসেছে জাপান ও সিঙ্গাপুর থেকে।
এদিকে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। যার ফলে শুল্কমুক্ত সুবিধাও বাতিল হয়েছে। তবে কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্কমুক্ত সুবিধা বাতিল হওয়ায় এসব গাড়ি খালাস করতে হলে সিসি ভেদে ৮১০ শতাংশ পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হতে পারে।
চট্টগ্রাম কাস্টম হাউজের উপ কমিশনার সাইদুল ইসলাম বলেন, যেহেতু সংসদটা ভেঙে গেছে। এখন শুল্কমুক্ত সুবিধা তারা পাবেন কি না, সে বিষয়ে সরকারের দিকনির্দেশনার জন্য চট্টগ্রাম কাস্টমের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি দিয়েছি। সেই চিঠির জবাবে যে নির্দেশনা দেওয়া হবে, সে আলোকে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, কাস্টমস কর্তৃক ডিউটি পেমেন্ট করার পরেই আমরা চার্জটা নিই এবং ডেলিভারি করি। কেউ যদি ডেলিভারি নিতে না আসে তাহলে ৩০ দিন পর নিলামের জন্য হস্তান্তর করে দিই।
শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা বাংলাদেশের
কয়েক দিন আগেই জানা গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ নারী ‘এ’ দল। এই সফরে দুটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জুনিয়র টাইগ্রেসরা। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দল ঘোষণা বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
নামে ‘এ’ দলের সফর হলেও ১৫ সদস্যের স্কোয়াডে জাতীয় দলের প্রায় সব খেলোয়াড় রয়েছে। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বাংলাদেশের এই সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ৮ সেপ্টেম্বর পেনাগোডার আর্মি স্টেডিয়াম ও ১০ সেপ্টেম্বর কলোম্বোর থ্রুস্টানে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এরপর ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।
বাংলাদেশ নারী ‘এ’ দল : রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।