টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
ক্রিকেট
রাওয়ালপিন্ডি টেস্ট-৫ম দিন
বাংলাদেশ-পাকিস্তান
সকাল ১০টা ৪৫ মিনিট, টি স্পোর্টস
টেনিস
ইউএস ওপেন
৪র্থ রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল
ভোর ৫টা ও রাত ১০টা, সনি স্পোর্টস ২ ও ৫
মন্তব্য করুন
চেন্নাইয়ের ৪২ বছরের ঐতিহ্য বদলে দিলেন শান্ত
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। চেন্নাইয়ে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগাররা। সেই সঙ্গে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের ৪২ বছরের ঐতিহ্য বদলে দিয়েছেন নাজমুল হাসান শান্ত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে। সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। চেন্নাইয়ে ২০ টেস্ট আর ৪২ বছর পর কোনো অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন।
টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেছেন, উইকেটের শুরুর আর্দ্রতা কাজে লাগাতে চান। উইকেট দেখে মনে হচ্ছে প্রথম সেশনে পেসাররা সুবিধা পাবে। টস পর্বে রোহিত শর্মাও বলেছেন, তারও প্রথম পছন্দ ছিল ফিল্ডিং।
শান্তর এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে টাইগার পেসাররা। ম্যাচের শুরুতে হিটম্যান রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন পেসার হাসান মাহমুদ।
আরটিভি/এসআর
সাকিবকে নিয়ে যা বললেন ধারাভাষ্যকার তামিম ইকবাল
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে লড়াই করছে বাংলাদেশ। স্কোয়াডে না থাকলেও চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রতিনিধিত্ব করছেন তামিম ইকবাল খান। এই সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন দেশসেরা এই ওপেনার। এ সময় সাকিব আল হাসানের প্রশংসাও করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শুরু হওয়া চেন্নাই টেস্টে আতহার আলী খান, হার্শা ভোগলেদের সঙ্গে কমেন্ট্রি বক্সে আছেন তামিমও।
এ সময় হার্শা ভোগলের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন, সে বোলিংয়ে অসাধারণ করছে, পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলে অসাধারণ বোলিং করে গেছে। তবে, সম্প্রতি সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগেল করছে!
ভোগলে আরও বলেন, তার চোখে গত কিছু দিনে সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা হওয়া মিরাজকে ভবিষ্যতের সাকিব হিসেবে বিবেচনা করা হচ্ছে। কদিন আগে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এমনটাই জানিয়েছেন।
এ বিষয়ে তামিমের কাছে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন। পেস বলে স্বচ্ছন্দ, স্পিনও বেশ ভালো খেলেন। ওদিকে ব্যাট হাতে সাকিব ইদানীং ‘স্ট্রাগল’ করছেন, তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে নামিয়ে পরীক্ষা করার পক্ষে তিনি।
কমেন্ট্রি নিয়ে বিশেষ আগ্রহর কথা অনেক আগেই জানিয়েছিলেন তামিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনো টেস্ট ও ওয়ানডে ক্রিকেট নিয়ে নিজের সিদ্ধান্ত জানাননি সাবেক এই অধিনায়ক। এর মধ্যেই পুরোদমে ধারাভাষ্যে দেখা গেল তাকে।
আরটিভি/ এসআর
তামিমকে হটিয়ে সিংহাসনে বসলেন মুশফিক
এতদিন বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন তামিম ইকবাল খান। তবে দেশসেরা এই ওপেনারকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
দ্বিতীয় স্থানে থাকা তামিমের আন্তর্জাতিক রান হলো ১৫ হাজার ১৯২। চেন্নাই টেস্টে মাঠে নামার আগে এই বাঁহাতি ব্যাটারের থেকে ৯ রান দূরে ছিলেন মুশফিক। কিন্তু চেন্নাইয়ে ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে করেছিলেন ৮ রান। তাতে ১৫ হাজার ১৯২ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেই তামিমকে ছাড়িয়ে গেছেন এই ডান হাতি ব্যাটার। সেই সঙ্গে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন অভিজ্ঞ এই ব্যাটার। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিদিন খেলার রেকর্ডটাও এখন বগুড়ার এই ক্রিকেটারের।
যদিও সর্বোচ্চ রানের মাইলফলকের দিনে নিজের স্কোরটা খুব একটা বড় করা হলো না তার। রবিচন্দ্রন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন মুশফিক। আউট হয়ে গেছেন ১৩ রান করে।
এখন পর্যন্ত দেশের হয়ে ৯১ টেস্টে করেছেন ৫ হাজার ৯১৩ রান। ২৭১ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৭ হাজার ৭৯২ রান। আর টি-টোয়েন্টি থেকে অবসরের আগে ১০২ ম্যাচে করেছিলেন ১ হাজার ৫০০ রান। সবমিলিয়ে মুশফিকের রান ১৫ হাজার ২০৫।
বাংলাদেশের হয়ে রানের হিসাবে ১৫ হাজার পার করেছেন কেবল এই দুজনই। তিনে থাকা সাকিব আল হাসানের রান ১৪ হাজার ৬৯৬। ৪র্থ স্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের রান ১০ হাজার ৬৯৪। ১০ হাজার রান আর কেউ করতে পারেননি।
চার সিনিয়রের পর এই তালিকায় আছেন লিটন দাস। দেশের হয়ে ২৪৪ ম্যাচ খেলে ফেলা লিটনের রান ৭ হাজার ১৮৩।
আরটিভি/ এসআর
এক নজরে দেখে নিন আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি
কোপা আমেরিকার শিরোপা জয়ের পর বিশ্বকাপ বাছাইয়েও দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখনও পর্যন্ত টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
সূচি অনুসারে, আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। আর ১৫ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে মেসি-মার্টিনেজরা।
এখনও পর্যন্ত আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার ১৪ বারের দেখায় ১০ বারই জিতেছে আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটি জিতেছে ভেনেজুয়েলা। সবশেষ দুই দলের দেখা হয়েছিল ২০২২ সালে। সেবার ৩-০ গোলে জিতেছিল স্ক্যালোনির শিষ্যরা।
এ ছাড়াও আর্জেন্টিনা ও বলিভিয়া মুখোমুখি হয়েছে মোট ১৬ বার। তার মধ্যে ১১ ম্যাচেই জিতেছে আলবিসেলেস্তেরা। ৩ ম্যাচ ড্র ও বাকি দুটিতে জিতেছে বলিভিয়া। দুই দলের সবশেষ দেখা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
বাছাইপর্বে এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৬ জয়ের বিপরীতে দুটিতে হেরেছে তারা। ভেনেজুয়েলা আছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। ৮ ম্যাচ খেলে তাদের জয় মাত্র দুটিতে, দুই ম্যাচে হার এবং বাকি চার ম্যাচে তারা ড্র করেছে।
অন্যদিকে বলিভিয়ার অবস্থান ৮ নম্বরে। ৮ ম্যাচ খেলে ৩ জয় ও ৫ হারে তাদের পয়েন্ট ৯। নয় নম্বরে আছে চিলি, তাদের পয়েন্ট মাত্র ৫। ৮ ম্যাচে তারা জিতেছে মাত্র ১টিতে। ৫ ম্যাচে হার ও দুই ম্যাচে ড্র করেছে চিলি। গ্রুপের তলানিতে আছে পেরু। এখনও পর্যন্ত জয়ের দেখা যায়নি এই দল। ৮ ম্যাচে ড্র করেছে ৩টি, বাকি ৫ ম্যাচেই হেরেছে।
আরটিভি/ এসআর
ব্যালন ডি’অর জয়ীর নাম ফাঁস!
চলতি বছর ফুটবলারের সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর দেওয়া হবে আগামী ২৮ অক্টোবর। আলোচনায় রয়েছেন রিয়ালের তারকা ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও ম্যানসিটি মিডফিল্ডার রদ্রি।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, ফ্রান্স ফুটবল ও উয়েফার যৌথ উদ্যোগে দেওয়া সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাচ্ছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
বিদায়ী মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন এই ব্রাজিলিয়ান। এরই মধ্যে প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভিনিসিয়ুস। রিয়ালের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি।
ধারণা করা হচ্ছে, ওই সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অরের সোনালী বলটি ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকার হাতে উঠতে চলেছে। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তার অসাধারণ পারফরম্যান্স তাকে শীর্ষে নিয়ে এসেছে।
মার্কা জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর মাদ্রিদের গ্রান ভিয়ায় নাইকি তাদের স্টোর পুনরায় চালু করতে চলেছে, এতে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ভিনিসিয়ুস ও সোনালী রঙের থিম। সেই সঙ্গে গোল্ডেন বুট ইতোমধ্যেই তার জন্য প্রস্তুত করা হয়েছে।
আরটিভি/এসএপি/এসএ
বিপিএলে থাকছে না ৩ দল, প্লেয়ার ড্রাফট ও টুর্নামেন্ট শুরুর সময় জানা গেল
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থাকছে না গত আসরের ৩ দল। চলতি বছরের শেষদিকে টুর্নামেন্ট মাঠে গড়াবে। বিপিএলের ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) টুর্নামেন্টটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভা শেষে সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান বিসিবিপ্রধান ফারুক আহমেদ।
তিনি বলেন, ‘বিপিএল নিয়ে আলাপ করেছি (আজকের সভায়)। টিম ৯৫ শতাংশ কনফার্ম। দল ৩টা পরিবর্তন হয়েছে। নিয়মকানুনের কিছু ব্যাপার ছিল, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। এরপর বিপিএলের ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।’
টিকিট নিয়ে অভিযোগ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘পেপার টিকিটে নিয়ন্ত্রণ করা কঠিন হয়। আন্তর্জাতিক ম্যাচ, বিপিএলে রাজস্ব আদায়ের বড় উৎস এটি। সেজন্য আমরা এটি (টিকিট বিক্রি) ডিজিটালাইজড করব, ৭০-৮০ শতাংশ যেটি উপযুক্ত মনে হয়।’
তিনি বলেন, ‘আগের কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএলে থাকছে না। কয়েক আসর আগে খেলা রাজশাহী অবশ্য ফিরছে। আর নতুন ব্যবস্থাপনায় আসছে ঢাকা ও চট্টগ্রাম।’
বিসিবিপ্রধান বলেন, ‘ঢাকার নাম হতে পারে ঢাকা নবাব। চট্টগ্রামের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ফিরেছে। প্রথম অথবা দ্বিতীয় আসরে খেলেছিল… এরপর রাজশাহীর একটা দল খেলতে ইচ্ছা পোষণ করেছে। আমরা তিনটা দলকে নির্বাচন করেছি।’
আরটিভি/এসএপি
বিপিএলের ১১তম আসরে মাঠে নামবে যে সাত দল
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
এবারের টুর্নামেন্টও অংশ নিবে ৭টি ফ্র্যাঞ্চাইজি। তবে পরিবর্তন এসেছে তিনটি দলে। গত বিপিএলের পরই জানা গিয়েছিল এবারের আসরে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের পরিবর্তে বিপিএলে ফিরছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দলটির নাম রাখা হয়েছে দুর্বার রাজশাহী।
দলের এই নাম রাখা নিয়ে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক জনাব ইমতিয়াজ দ্বীপন বলেন, এই নামের পেছনে রয়েছে ফ্যানবেজদের ভালোবাসা। রাজশাহীর অগণিত সমর্থকেরা বিভিন্ন নাম প্রস্তাব করেছিল, কিন্তু ‘দুর্বার’ নামেই তারা সবচেয়ে বেশি সমর্থন দেখিয়েছে। নামের শক্তি আর প্রতিজ্ঞা, দুটোই যেন মিলেমিশে নতুন অধ্যায় রচনা করবে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামের মালিকানায় পরিবর্তন এসেছে। ১১তম আসরের ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন চিত্রনায়ক শাকিব খানের রিমার্ক অ্যান্ড হারল্যান্ড কোম্পানি এবং তাদের সঙ্গে রয়েছেন ওয়ালটন গ্রুপ। দলটির নাম দেওয়া হয়েছে ঢাকা নওয়াব।
অন্যদিকে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ফিরে পেয়েছেন এসকিউ স্পোর্টস। টুর্নামেন্টের প্রথম দুই আসরে চিটাগং কিংস নামে অংশ গ্রহণ করেছিল দল। দ্বিতীয় আসরে ফাইনালেও উঠেছিল দলটি।
কিন্তু সেই মৌসুমের পর এসকিউ স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের ও খেলোয়াড়দের বিলম্ব করে বেতন দেয়ার অভিযোগ আনা হয়। পরে এসকিউ স্পোর্টসকে সকল প্রকার ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নেওয়াসহ নিষিদ্ধ করা হয়। একই সাথে দলটিকে বিলুপ্ত করা হয়।
তবে বিসিবির সঙ্গে আগের হিসাব মিটিয়ে আবারও দল নিয়েছে এসকিউ স্পোর্টস। আগের নাম চিটাগং কিংস হিসেবেই মাঠে নামবে দলটি। বাকি চার দলের কোনো পরিবর্তন আসেনি।
একনজরে আসন্ন বিপিএলে অংশগ্রহণ করা ৭টি দলের নাম
১. রংপর রাইডার্স (বসুন্ধরা গ্রুপ)
২. ফরচুন বরিশাল (ফরচুন গ্রুপ)
৩. খুলনা টাইগার্স (মাইন্ডট্রি লিমিটেড)
৪. সিলেট স্ট্রাইকার্স (ফিউচার স্পোর্টস)
৫. দুর্বার রাজশাহী (ভ্যালেন্টাইন গ্রুপ)
৬. ঢাকা নওয়াব (রিমার্ক হারল্যান্ড গ্রুপ)
৭. চিটাগং কিংস (এসকিউ স্পোর্টস)