• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

৪০ টাকার আইসক্রিম বিসিবিতে আসলে ৮০ টাকা হয় যেভাবে

  ১৩ আগস্ট ২০২৪, ১৬:৪০
ক্রিকেটভক্ত
ছবি : আরটিভি

বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হলেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ক্রিকেট। আর সাকিব-তামিমদের খেলা মাঠে বসে দেখতে টিকিটের জন্য ভোর রাত থেকে লাইনে দাঁড়ায় দর্শকরা। কিন্তু স্টেডিয়ামে এসে সেই দর্শকরাই অনিয়ম আর দুর্নীতির শিকার হন। এবার বিসিবির দুর্নীতির মুখোস খুলেছেন হৃদয় নামের একজন ক্রিকেটভক্ত।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিসিবির সংস্কার এবং নাজমুল হাসান পাপনের পদত্যাগ চেয়ে মিরপুরের হোম অব ক্রিকেটের সামনে জড় হন অসংখ্য ক্রিকেটভক্তরা। সেখানে খেলা চলাকালীন সময়ে স্টেডিয়ামের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেন হৃদয়।

তিনি বলেন, ‌‘আমরা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি। কিন্তু ক্রিকেট বোর্ড আমাদের কথা ভাবে না। আমাদের মাথা ভেঙ্গে খায় তারা। বাইরে যে বার্গার ৬০ টাকায় পাওয়া যায়, বিসিবিতে এসে ১৫০ টাকা হয়ে যায়। ২০ টাকার পানি ১০০ টাকা হয়ে যায়। তাও আমরা কষ্টে করে খেলা দেখতে আসি। আমরা চাই এসব দুর্নীতি বন্ধ হক।’

হৃদয় আরও বলেন, ‘আমি একবার আইসক্রিম বিক্রেতাকে জিজ্ঞেস করলাম কোন আইসক্রিমের দাম কত? বলল ৮০ টাকা। তো আমি বললাম যে ৪০ টাকার জিনিস ৮০ হয় কেমনে হয়। আইসক্রিম বিক্রেতা এই সময় বলেন, তাকে আইসক্রিম প্রতি ২০ টাকা চাঁদা দিতে হয়।’

বিসিবির টিকিট কালোবাজারি নতুন কিছু নয়, তবে আরও একবার মনে করিয়ে দেন এই ক্রিকেট ভক্ত। তিনি বলেন, ‘আমরা ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট পাই না। কারণ, আগের রাতেই বোর্ড পরিচালকদের আত্মীয়দের কাছে টিকিট চলে যায়। কিন্তু আমাদের টাকায় বিসিবি চলে।’

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটে বিরল ঘটনার পুনরাবৃত্তি, বল না গড়িয়েই ম্যাচ শেষ
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
নারী ক্রিকেটের ‍উন্নয়নে নতুন টুর্নামেন্টের সিদ্ধান্ত এসিসির
বিসিবি থেকে সুজনের পদত্যাগের নেপথ্য কারণ