• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিপিএলের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১২:০৬

সদ্যই পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-(বিপিএল) ২০১৭’র। প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে রংপুর রাইডার্স। দেশের জমজমাট ঘরোয়া টি-টোয়েন্টি লিগের পঞ্চম আসর শেষে এখন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই ধারাবাহিকতায় এবারের বিপিএলের সেরা একাদশ নির্বাচিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।

বিপিএল ইতিহাসে এবারের আসরেই প্রথম প্রতি দলের মূল একাদশে ৫ জন বিদেশি ক্রিকেটার খেলেন। এর প্রভাব পড়েছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটির নির্বাচিত একাদশেও। ১১ জনের ৭ জনই বিদেশি, মাত্র ৫ জন দেশি। দলে সর্বোচ্চ সংখ্যক বিদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন ঢাকা ও রংপুরের ৩ জন করে। ২ জন করে খুলনা, কুমিল্লা ও চিটাগাংয়ের।

একাদশের অধিনায়ক চ্যাম্পিয়ন রংপুরের আইকন ক্রিকেটার ও দলপতি মাশরাফি বিন মুর্তজা। কোচ একই দলের টম মুডি।

শেষ পর্যন্ত এবারের বিপিএলে বেশি সংখ্যক বিদেশি ক্রিকেটার খেলানোর বিষয়টি নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে।