• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিপিএলের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১২:০৬

সদ্যই পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-(বিপিএল) ২০১৭’র। প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে রংপুর রাইডার্স। দেশের জমজমাট ঘরোয়া টি-টোয়েন্টি লিগের পঞ্চম আসর শেষে এখন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই ধারাবাহিকতায় এবারের বিপিএলের সেরা একাদশ নির্বাচিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।

বিপিএল ইতিহাসে এবারের আসরেই প্রথম প্রতি দলের মূল একাদশে ৫ জন বিদেশি ক্রিকেটার খেলেন। এর প্রভাব পড়েছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটির নির্বাচিত একাদশেও। ১১ জনের ৭ জনই বিদেশি, মাত্র ৫ জন দেশি। দলে সর্বোচ্চ সংখ্যক বিদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন ঢাকা ও রংপুরের ৩ জন করে। ২ জন করে খুলনা, কুমিল্লা ও চিটাগাংয়ের।

একাদশের অধিনায়ক চ্যাম্পিয়ন রংপুরের আইকন ক্রিকেটার ও দলপতি মাশরাফি বিন মুর্তজা। কোচ একই দলের টম মুডি।

শেষ পর্যন্ত এবারের বিপিএলে বেশি সংখ্যক বিদেশি ক্রিকেটার খেলানোর বিষয়টি নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে।

একনজরে বিপিএলের সেরা একাদশ:

ক্রিস গেইল (রংপুর রাইডার্স),

এভিন লুইস (ঢাকা ডায়নামাইটস),

মোহাম্মদ মিঠুন-উকেটরক্ষক (রংপুর রাইডার্স),

সিকান্দার রাজা (চিটাগাং ভাইকিংস),

মাহমুদুল্লাহ্‌ রিয়াদ (খুলনা টাইটানস),

কার্লোস ব্র্যাথওয়েট (খুলনা টাইটানস),

সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস),

সুনীল নারাইন (ঢাকা ডায়নামাইটস),

মাশরাফি বিন মুর্তজা- অধিনায়ক (রংপুর রাইডার্স),

হাসান আলি (কুমিল্লা ভিক্টোরিয়ানস),

রশিদ খান (কুমিল্লা ভিক্টোরিয়ানস)

দ্বাদশ খেলোয়াড়: লুক রনকি (চিটাগাং ভাইকিংস)

সেরা কোচ: টম মুডি (রংপুর রাইডার্স)

ডিএইচ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh