• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

ক্রীড়াঙ্গন পরিবর্তনের আগে আলোচনা করার পরামর্শ বিজয়ের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২৪, ১৯:৪৫
বাংলাদেশ
ছবি- বিসিবি

শেখ হাসিনা দেশ ছাড়ার পর পরিবর্তনের হওয়া বয়ছে দেশের প্রতিটি সেক্টরে। সেই তালিকায় রয়েছে দেশের ক্রীড়াঙ্গনও। দেশের অন্যান্য সব সেক্টরগুলোর মতো ক্রীড়াঙ্গনেও দাপট ছিল আওয়ামী লীগ নেতাদের। তাই বড় পরিবর্তন আসতে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। তবে দু-একজনের কথায় সব পরিবর্তনের পক্ষে নয় ক্রিকেটার এনামুল হক বিজয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজয় বলেন, আমার কাছে মনে হয় যে, একটা বড় আলোচনা হওয়া জরুরি। দু-একজনের কথায় আমিও পরিবর্তন চাই না। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন বড় ধরনের গ্রুপ নিয়ে, যেহেতু আমরা সবাই ক্রিকেট নিয়ে কাজ করি বা সবাই ক্রিকেট খেলছি, বা কেউ খেলেছে বা খেলবে।

আমার মনে হয় প্রতিটা সেক্টরের মানুষের সঙ্গে একটা বড় ধরনের আলোচনা দরকার। আসলে আমি জানব না সেকেন্ড ডিভিশনে কী হচ্ছে, আমি প্রিমিয়ার লিগটা জানি। আমি কিন্তু ফুটবলের ব্যাপারটা জানি না, অনূর্ধ্ব-১৩ তে কী হচ্ছে এটা আমি জানি না।

এদিন পরিবর্তন করার জন্য একটা ছোট বড় সবার সঙ্গে আলোচনা করা পরামর্শ দেন বিজয়। ‘ছোট থেকে বড়, সবার একটা দারুণ আলোচনা সম্ভব। যেখানে আমরা তুলে ধরতে পারব যে- আমাদের এটা এটা প্রয়োজন। এটা এখন এমন যে এখনই বলে ফেললাম- কতটা আসবে সেটা জানি না। একটা বড় আলোচনা দরকার পরিবর্তন আনার জন্য।’

বাংলাদেশের ক্রিকেটে বলার মতো খুব বেশি সাফল্য নেই। ছেলেদের জাতীয় দলের কোনো শিরোপা নেই এখন অবধি। পরিবর্তনের এই সময়ে এখন জাতীয় দলকে একটা ট্রফি এনে দিতে চান বিজয়।

তিনি বলেন, ‘আসলে এটা সত্যি যে আমাদের কাঙ্ক্ষিত অর্জন- যে অর্জনটা আমরা মানুষকে দিতে চাই, আমরা একটা এশিয়া কাপের ট্রফি দিতে চাই, আমরা একটা বিশ্বকাপের ট্রফি দিতে চাই। আমরা দারুণ কিছু টুর্নামেন্ট হয়তো একসঙ্গে খেলছি, সেই টুর্নামেন্টের ট্রফি আমরা দিতে চাই। ’

তিনি আরও বলেন, আমাদের স্বচ্ছ ক্রিকেট চাই, জিনিসগুলো কিন্তু মানুষ আশা করে বসে আছে। কিন্তু সেটা আমরা দিতে পারিনি। কিন্তু সেটা আমাদের অনূর্ধ্ব-১৯ দিয়েছে। আমাদের মেয়ে ক্রিকেটাররা দিয়েছে। সেই জিনিসটা কিন্তু আমাদের বড় সার্কিটে দিতে পারিনি।

‘আমাদের মধ্যে সেই জিনিসটা আমরা উপলব্ধি করি। একটা বড় অর্জন দেওয়া জরুরি, এই দেশের জন্য, এই স্বাধীন দেশের জন্য। যেটা আমরা চেষ্টা করব, আমরা মনে করি।’

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনাবাহিনীর পক্ষ থেকে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ
বোনাসের একটি অংশ বন্যার্তদের দেবেন ক্রিকেটাররা
পাকিস্তানকে ধবলধোলাই, যত টাকা বোনাস পেলেন প্রতিজন ক্রিকেটার
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র